এন্ড্রয়েড মোবাইলের সাহায্যে ফেসবুক পেজের পিন পোষ্ট যেভাবে করবো

ডালিয়া আধিরাকে ডেকে জিজ্ঞাস করলো যে, ননদিনী আমা্র পেজে কিছু জিনিসের উত্তর আমাকে বার বার ই দিতে হচ্ছে এই ক্ষেত্রে আমি কি করতে পারি?
আধিরা- সহজ সমাধান আছে ভাবী, পেজে পিন পোষ্টের সাথে সব লিখে দাও।
ডালিয়া- পিন পোষ্ট কি? কিভাবে করে তাও জানি না। আর এখানে কি কি লিখতে হয়?
আধিরা- এই জায়গাতে লিখতে হবে
ব্যাবসার মুল থিম সম্পর্কে আর তার সাথে সাথে অর্ডার পলিসি, প্রোডাক্ট ডেলিভারি পলিসি ও সেটার চার্জ এবং প্রোডাক্ট রিটার্ন ও কমপ্লেইন পলিসি।
ডালিয়া- কিন্তু এটা কিভাবে করবো?
আধিরা-
✅ প্রথমেই মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে
✅ তারপরে সেখানে ফেসবুকের ওয়েব এড্রেস লিখে নিজের ফেসবুকে যেতে হবে।
✅ এরপরে সেখান থেকে ১ম স্টেপে দেখানো ইমেজ অনুযায়ী ক্লিক করে নিজের পেজে যেতে হবে।
✅ পেজে যাবার পরে ঐখান থেকে তিনটা ডট দেখা যাচ্ছে ঐখানে ক্লিক করেন
✅ এখানে এসে আপনাকে আগে ডেস্কটপ মোডে ওপেন করে নিতে হবে
✅ এরপরে আপনার পেজে চলে যান, যে পোষ্ট টি পিন করতে চাইছেন সেটির উপরে ডান পাশে কোনায় তিনটা ডট আছে সেখানে ক্লিক করুন।
✅ এবার এখান থেকে বিভিন্ন অপশনের মধ্য থেকে Pin to Top অপশনে ক্লিক করুন।
ব্যাস হয়ে গেলো পিন পোষ্ট, যদি কোন সমস্যা হয় তাহলে ইমেজ দেখে দেখে করুন পেরে যাবেন। আর তাতেও না হলে সৌভিক ভাইয়ার ইউটিউব চ্যানেলে গেলে ভিডিও পেয়ে যাবেন।
প্রশ্ন- অনলাইন উদ্যোক্তার ১০০ দিন বইটিতে এই অংশটি কত তম দিনে আছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *