সেশন- ১.৯
ডোমেইন নিয়ে বিস্তারিত (পর্ব-০৩)
ডোমেইনের প্রকারভেদ গুলি জানা উচিত
Domain আবার কয়েক ধরনের হয়ে থাকে,যা নিয়েই মুলত আজকের লেখাটা।
TLD = Top Level Domain । যেমনঃ .com, .org, .net, .info, .pw, .me ইত্যাদি। এগুলো হচ্ছে সর্বোচ্চ লেভেল এর Domain।
GTLD = Generic Top Level Domain । Top Level Domain গুলোর মধ্যে যেগুলো কোন দেশের সাথে সংশ্লিষ্ট না তাদেরকে gTLD বলে। .com, .org, .net, .info ইত্যাদি কিছু সংখ্যক Generic Top Level Domain।
আর .in, .pk ইত্যাদি Generic Top Level Domain নয়।
SLD = Sub Level Domain: Domain Name এর আগে কিছু থাকলে তাকে Sub Level Domain বলে। যেমন blog.database.com
এখানে blog. হচ্ছে Sub Level Domain । একটা Domain এ একাধিক Sub Level Domain থাকতে পারে। যেমন m.blog.database.com
ইত্যাদি ।
ccTLD = Country Code Top Level Domain। বিভিন্ন দেশের নিজস্ব যেই ডোমেইনগুলো থাকে তারা হচ্ছে Country Code Top Level Domain । যেমন .bd(Bangladesh), .pk (Pakistan), .us (America), .uk (United Kingdom), .in (India) ইত্যাদি।
বিশ্বের প্রথম Domain হচ্ছে symbolics.com
। এটা Massachusetts computer company রেজিস্টার করেছিল Symbolics দ্বারা মার্চ ১৫, ১৯৮৫ সালে।
টপ লেভেল ডোমেইন কিনতে হয়, না কিনে ব্যাবহার করা যায় না।
একটি টপ লেভেল ডোমেইনের দাম ১বছরের জন্য 800-1200 টাকা পর্যন্ত হতে পারে।