ফেসবুক এখন প্রায় ৩ বিলিয়নের পরিবার।
একটা তথ্য আমরা মোটামুটি সবাই জানি, ফেসবুক এখন অনেক বড় একটা প্ল্যাটফর্ম আর এজন্যই এখানে এখন ব্যাবসা করার একটা ভালো সুযোগ আছে।
অনেকের কাছে ফেসবুকে বিজনেস করাটা খুবই সহজ একটা ব্যাপার।অনেকটা এমন যে, দুই তিনটা ছবি তুললাম, কিছু পোস্ট করলাম, কিছু অ্যাড দিলাম আর প্রচুর সেলের আশা করে স্বপ্ন দেখা শুরু করে দিলাম।
আপনার এই ধারনা কিংবা আশা করা দুইটাই ভুল মারাত্বকভাবে।
মুলত আমরা যা করতে পারি সেটা নিয়ে একটু সাজেশন দিচ্ছি-
-
ফটোগ্রাফি হতে হবে সুন্দর এবং আকর্ষনী।
-
কন্টেন্টের মান হতে হবে ভালো,যেন গতানুগতিক না হয়ে যায়।
-
আপনার ফেসবুক পেজের ইনসাইট চেক করতে হবে,এটা খুব ভাইটাল।
-
আপনার কম্পিটিটরকে নিয়মিত খেয়াল রাখুন এবং এনালাইসিস করুন ভালোভাবে।
-
নিজের প্রোডাক্ট কোয়ালিটিতে জ্বোর দিন
-
কাষ্টমার সার্ভিসের আলাদা নজির তৈরি করুন
-
বিজনেস প্ল্যান করুন ইউনিকভাবে
-
নিজের সফলতার মাপকাঠি নিজেই তৈরি করুন
-
আইটির নলেজ গেদার করুন
-
নিয়মিত লেখাপড়া করে নিজের জ্ঞান বৃদ্ধি করুন
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং ও সফটওয়্যার ডেভলপমেন্ট নিয়ে।
আমার পেজ- ICT CARE