সেশন- ১.৮
ডোমেইন নিয়ে বিস্তারিত (পর্ব-০২)
ডোমেইন নিয়ে আমাদের অজানা তথ্যগুলি, ডোমেইনে কি ব্যবহার করা যাবে আর কি যাবেনা
নিজের প্রয়োজনীয় বিষয় গুলি সম্পর্কে সকলের জানা উচিত আর তাই আমি বিস্তারিত লিখি। ডোমেইন কি তা সম্পর্কে আরো একটু জেনে নেয়া যাকঃ
একটি ওয়েবসাইট এর সকল ফাইল একটি সার্ভার (কম্পিউটার) এ থাকে। প্রত্যেক সার্ভার এর একটি নির্দিষ্ট IP Address (Internet Protocol Address) থাকে। যার মাধ্যমে ঐ সার্ভারকে ইন্টারনেট এ খুঁজে পাওয়া যায়।
কিন্তু এভাবে তো আর সব ওয়েবসাইট এর IP Address মনে রাখা সম্ভব না। এই সমস্যা দূর করে দেয় Domain, অর্থাৎ আমি কিংবা আপনি মনে রাখি ডোমেইন, কিন্তু কম্পিউটার মনে রাখে ঐ আইপি এড্রেস টি।
একটা Domain এর জন্য IP Address সেট করা থাকে। ফলে সেই Domain লোড করলে ঐ ওয়েবসাইট লোড হয়।
ictcreation.com
এটা হচ্ছে একটি সাইট এর Domain। এটা লোড করলেই এই ওয়েবসাইট লোড হবে। প্রত্যেকটি Domain প্রধানত ২টি অংশ নিয়ে গঠিত। একটি হচ্ছে Domain Name এবং আরেকটি Domain Suffix ।
ictcreation.com
এই ডোমেইন এর ictcreation হচ্ছে Domain Name এবং .com হচ্ছে Domain Suffix ।
Domain Name এ সর্বনিম্ন ৩ টি অক্ষর থাকতে হবে আর সর্বোচ্চ ৬৩ টি অক্ষর থাকতে পারবে। শুধু ইংরেজি অক্ষর, ০-৯ পর্যন্ত সংখ্যা আর “-” (Hyphen) Domain Name এর ভিতর ব্যাবহার করা যাবে।