সেশন- ১.৫
এফ-কমার্সের চ্যালেঞ্জ ও সতর্কতা !
এটি একটি কঠিন সত্য যে কোনো কিছুরই একতরফা ভালো গুণ নেই বা থাকতে পারেনা। এফ-কমার্সও এর ব্যতিক্রম নয়। নানামুখী ইতিবাচক দিকের পাশাপাশি এফ-কমার্সের কিছু নেতিবাচক দিকও রয়েছে। যা এফ-কমার্সের সাফল্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ।যেমন-
  • যে সকল ব্যবসায়ী ঢাকায় বসে ব্যবসা পরিচালনা করে থাকেন তাদের বেশিরভাগ পণ্য ঢাকার বাইরে থেকে নিয়ে আসতে হয়। ফলে সর্বোপরি খরচ ও পরিশ্রম মিলিয়ে ব্যবসায় লাভের মুখ দেখা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়।
  • তাছাড়া এফ-কমার্সে যেহেতু পণ্য ক্রয় বিক্রয় কেবল পণ্যের ছবি দেখে করা হয় তাই এখানে শতভাগ সততা থাকা অত্যন্ত জরুরি।
  • পাশাপাশি আমাদের দেশে এখনও যোগাযোগ ব্যবস্থায় অনেক পরিবর্তন আনা বাকি। যার জন্য কিছু কিছু জায়গায় অনেকসময় পণ্য সরবরাহ করা অনেক কঠিন হয়ে যায়।
  • বাংলাদেশের কিছু প্রত্যন্ত অঞ্চলে এখনও ইন্টারনেটের সম্পূর্ণ সেবা পৌঁছে নি। যার ফলে দেশের প্রতিটি কোণে এফ-কমার্সের সেবা পৌঁছে দেয়া সম্ভব হয় না।
তাই এসকল নেতিবাচক দিক এড়িয়ে এফ-কমার্স এ সফলতা অর্জন করতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা অবশ্য জরুরি। পাশাপাশি প্রত্যেককে কাজের ক্ষেত্রে শতভাগ সততা ও নিষ্ঠা বজায় রাখতে হবে এবং ক্রেতা ও বিক্রেতা উভয় কেই একে অন্যের সহায়ক হতে হবে।
এটা নিয়ে আরো ভালো করে ও বিস্তারিত জানতে আমার লেখা “অনলাইন উদ্যোক্তার ১০০ দিন-১ম খন্ড” বইটি আপনারা সংগ্রহ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *