সেশন- ১.৩
বাংলাদেশে এফ-কমার্স এর বর্তমান অবস্থা
ইন্টারনেটের সহজলভ্যতা এবং ডিজিটাল ডিভাইসের প্রতুলতা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কে গড়ে তুলেছে অত্যধিক জনপ্রিয়। যাদের মধ্যে ফেসবুক অন্যতম। ফেসবুকের ব্যবহার কে কাজে লাগিয়ে জীবনযাত্রায় পরিবর্তন আনতে এফ-কমার্স বর্তমান বাংলাদেশে বহুল আলোচিত ও প্রচলিত একটি ব্যবসা পদ্ধতি। চলুন তাহলে এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশে এফ-কমার্সের বর্তমান অবস্থা:
-
বর্তমানে বাংলাদেশে ফেসবুক এ ব্যবসায়িক বিনিয়োগ এর পরিমাণ প্রায় ১০০০-১২০০ কোটি টাকা।
-
এফ-কমার্স এ মোট উদ্যোক্তার ৬০%- ই নারী ।
-
এখন পর্যন্ত বাংলাদেশে এফ-কমার্স সম্পর্কিত ফেসবুক পেজের সংখ্যা চার লাখের উপরে।
-
এসকল পেজ থেকে উদ্যোক্তাদের মাসিক আয় গড়ে দশ হাজার থেকে এক লক্ষাধিক টাকা।
-
এফ-কমার্স সুবিধা গ্রহণকারীদের মধ্যে ৭২% ই পুরুষ।
এই হিসাব থেকে প্রতিনিয়তই কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে,কেননা বাংলাদেশে প্রতিদিন প্রায় ২০০০ নতুন ফেসবুক পেজ তৈরি হচ্ছে।