ফেসবুকের তথ্য চুরি করছে যে ২৫ অ্যাপ
গুগল প্লে স্টোর থেকে সম্প্রতি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য তৈরি ২৫টি অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এভিনার পক্ষ থেকে এসব অ্যাপ ফেসবুক থেকে তথ্য চুরি করছিল বলে গুগলকে সতর্ক করা হয়।
1. সুপার ওয়ালপেপার্স ফ্লাশলাইট
3. কনট্যুর লেভেল ওয়ালপেপার
4. আইপ্লেয়ার অ্যান্ড আইওয়ালপেপার
9. সুপার ব্রাইট ফ্ল্যাশলাইট
11. অ্যাকুরেট স্ক্যানিং অব কিউআর কোড
18. ডেইল হরোস্কোপ ওয়ালপেপার্স
22. আইহেলথ স্টেপ কাউন্টার ও কম ডট টাইপ ডট ফিকশন অ্যাপ
এর আগে তথ্য চুরি করতে সক্ষম—এমন ৩৬টি ক্যামেরা অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নেয় গুগল। বিশেষজ্ঞরা এসব ক্যামেরা অ্যাপও মোবাইলে থাকলে দ্রুত সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন।