এটা সম্পূর্ণভাবে নির্ভর করে অনেকগুলি স্টেপের সঠিক উত্তর জানার উপরে।
প্রথমেই আসবে-
আপনি কি ধরনের সাইট বানাতে চান?

পার্সোনাল পোর্টফলিও সাইট?

নিউজ বেইজ?

কর্পোরেট ডিলিংস বেইজ?

ই-কমার্স সাইট?

ব্লগ সাইট?
এমন অনেক ক্লাসিফিকেশন আছে।এগুলি নিয়ে আলোচনা একদিনে করা সম্ভব না।এরপরেই আসবে-
১. ডোমেইন – হোষ্টিং কেমন নিবেন।
২. আপনার চাহিদা আসলে কেমন।
যেহেতু ই-কমার্স বেইজ সাইট বানাতে চান,তাই বলবো আগেই এগুলা সম্পর্কে ধারনা দিতে হবে-

আপনি কেমন সাইট চাইছেন?

আপনার ওয়েবসাইটের জন্য কি কি ফিচার থাকবে?

Payment Gateway Automatic নাকি Manual হবে?

কত ধরনের ইনভয়েস জেনারেট করবেন?

রিপোর্ট চার্ট কয়টা নিবেন?

ডাটাবেজ অটোমেটিক সেভ হবে কিনা?

আপনার ভিজিটর আপটাইম কেমন হবে?

আপনার প্রোডাক্টগুলির জন্য কি আলাদা আলাদা ল্যান্ডিং পেজ হবে?

সার্ভার সাইট ট্রাকিং হবে কিনা?

SEO করবেন কিনা?

SEO করালে On Page নাকি Off Page SEO করাবেন?
এছাড়া আরও অনেক ফ্যাক্টর আছে।আপনি কি ধরনের সাইট বানাবেন সেটা সিলেকশন করে অনেক আলোচনার ব্যাপার আছে।এগুলা না জেনে কোন ওয়েবসাইট ডিজাইনার বা ডেভলপার কোনভাবেই আপনাকে প্রাইসিং দিবেনা।
যারা আগেই বলে দিবে যে এত টাকা লাগবে ওয়েবসাইট বানাতে।তাদেরকে কখনোই আপনি বিশ্বাস করবেন না।এক একজন ঠকবাজ,ধাপ্পাবাজ।