ওয়েবসাইট করার আগে যে বিষয়গুলি সবাই জেনে নিবেন –

✅ ডোমেইন কার নামে হচ্ছে |
✅ হোষ্টিং কত জিবি স্পেসে পাবেন হোষ্টিং এ কি কি সুবিধা পাবেন।
✅ ডোমেইন-হোষ্টিং এর ফুল কন্ট্রোল প্যানেল এক্সেস কার নিকট থাকছে রিনিউ এর সময়ের ফী কত লাগবে ।
✅ একটি ওয়েবসাইট তৈরি করার সময়,আপনার কতগুলি প্রোডাক্ট সেখানে Entry করে দিবে ঐ প্রতিষ্ঠান/ব্যাক্তি |
✅ Post Service কতদিনের জন্য ফ্রী পাবেন
✅ Website Maintenance করাটা ঐ কোম্পানি/ব্যাক্তি আপনাকে শিখিয়ে দিবে কিনা আপনার কাজের জন্য যে থিম ব্যাবহার করা হবে সেটি কি কোম্পানির পছন্দে নাকি আপনার পছন্দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *