বৃদ্ধি
সকল ব্যবসায় অভ্যন্তরীণ বৃদ্ধি প্রয়োজন। একটি ক্ষুদ্র ব্যবসা হল একটি স্কুলের মত যেখানে কর্মচারীরা হল ছাত্র যাদের লক্ষ্য হল কাজের মাধ্যমে নিজেদেরকে বড় করে তোলা।
দূরদৃষ্টি
একটি ব্যবসা ক্ষুদ্র হলেও এর পেছনে একটি দূরদৃষ্টি থাকে, একটি লক্ষ্য থাকে যা পূরণ করার জন্যেই ব্যবসাটিকে গড়ে তোলা হয় এবং যেই অনুযায়ী এর কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।
উদ্দেশ্য
ব্যবসার উদ্যোক্তার যে উদ্দেশ্য ছিল তাই পূরণ করার লক্ষ্যে কাজ করবে ক্ষুদ্র ব্যবসাটি।
স্বতন্ত্রতা
একটি ব্যবসা কিন্তু তার মালিকের চেয়ে আলাদা একটি পরিচয়। একটি ব্যবসা তার নিজ পরিচয়ে পরিচিত হয়, মালিক শুধু তা চালনা করে থাকে।
মুনাফা
ব্যবসার পেছনে অর্থনৈতিক উদ্দেশ্য থাকে আর তাই সেই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে ব্যবসাটি কাজ করে যাবে।
মানদন্ড
একটি ক্ষুদ্র ব্যবসা নিজের একটি মানদণ্ড তৈরি করে নেয় যার বিপরীতে সে নিজের সাফল্য পরিমাপ করে থাকে। পুরাতন নয় নতুন মানদণ্ডের ভিত্তিতেই ব্যবসার সাফল্য নিরূপন করা উচিত।
ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য এই হল ১০টি নীতি, প্রতিটি ব্যবসার একটি আকার ও গঠন দরকার হয় আর এই ১০টি নীতি ব্যবসার রূপরেখা তৈরি করতে সাহায্য করবে।