কথাকে শিল্প বানাতে হলে- নিজে যেচে পড়ে কারো উপকার করতে যাওয়া যাবেনা কিংবা জ্ঞান ও দেয়া যাবেনা।যদি আপনার উন্মুক্তভাবে জ্ঞান দেবার অভ্যাস থাকে,তাহলে আপনি লিখতে বা বলতে পারেন (Text, podcast,video) তবে সেটাকে নিয়ে ফোর্স করার কিছু নেই।
কেউ পরামর্শ চাইলে তাকে পরামর্শ দেবার বিনিময়ে অবশ্যই কিছু গ্রহণ করুন।নইলে ঐ পরামর্শের কোন মুল্য থাকবেনা।নিজেকে ও নিজের কথাকে মুল্যায়িত করতে এইগুলি ফলো করা জরুরী।