কথাকে শিল্প বানাতে হলে- কথা কম বলা উচিত।যখন আপনি কম কথা বলবেন,তখন সবাই আপনার কথার অপেক্ষায় থাকবে। কথা বলতে পারাটা একটা বড় নিয়ামত,তাই সেটার ব্যবহারে সতর্ক থাকা উচিত।