কনটেন্ট মার্কেটিং এর কিছু বেসিক

✅ কনটেন্ট মার্কেটিং এর কিছু বেসিক ✅

একটা Valuable কনটেন্ট নিয়ে Cold অডিয়েন্সের সামনে প্রদর্শন করার পরে, সেখান থেকে কিছু Warm-up অডিয়েন্স কনটেন্টে Engaged হয় তারপর এই ওয়ার্ম-আপ অডিয়েন্সদের সামনে প্রতিনিয়ত কনটেন্ট পাবলিশ করলে সেখান থেকে একটা নির্দিষ্ট কাস্টোমার বেইজ তৈরি হয় – এটাকে বলা হয় বেসিক কনটেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি।

কনটেন্ট মার্কেটিং করার মৌলিক ৫ টি পদক্ষেপ :

১.আপনার বিজনেসের এ টু জেড জানুন।

২. আপনার অডিয়েন্স কে বা কারা জানুন।

৩. অডিয়েন্সের জন্য মার্কেটিং পিচ বা কনটেন্ট তৈরি করুন।

৪. আপনার বিজনেস ও অডিয়েন্স অনুসারে সোস্যাল মিডিয়া এবং অন্যান্য প্ল্যাটফর্ম নির্বাচন করুন – তদনুসারে কনটেন্ট Distribute করুন।

৫. পটেনশিয়াল Leads গুলো নার্সিং করুন এবং রেজাল্ট ট্রাক করতে থাকু।

Bonus point – এই framework এর কোথায়ও কোন Leakage আছে কিনা তা জানার জন্য একজন কনটেন্ট মার্কেটিং কনসালটেন্টের পরামর্শ নিন।

এইগুলি মাথার উপর দিয়ে গেলো কার কার?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *