আমাদের মধ্যে যেসকল উদ্যক্তা আছেন তাদের মধ্যে ম্যাক্সিমামের ই কন্টেন্ট রিচ না হওয়া নিয়ে অভিযোগ আছে। আজকে আমরা একটু সেই দিকে নজর দিব যে কেন রিচ হচ্ছে না।
১. কন্টেন্ট লেখা ঠিক নাই- আপনার যে কন্টেন্ট সেটি ঠিক হচ্ছে না।
আপনি ক্লায়েন্ট বা ক্রেতার দৃষ্টি আকর্ষন করতে চাইছেন কিন্তু আপনার পোষ্টে ক্রেতার জন্য কি আছে?
পন্য কেনার অফার?
সেটা আপনার ব্যাবসা কিন্তু ক্রেতার কি?
২. কন্টেন্ট ও ইমেজে ম্যাচিং নাই- আপনার কন্টেন্ট যেন একটা নিদৃষ্ট দিকে ফোকাস হয়।
৩. সংখ্যাতত্ব মানছেন তো- সংখ্যা তত্ব একটি বিরাট বড় ফ্যাক্ট।
আচ্ছা আপনি ভেবে দেখেছেন কি?
বড় বড় ব্রান্ডের জিনিসের দাম ৯৯৯ টাকা কেন দেয়া?
১০০০ টাকা আর ৯৯৯ এর মাঝে পার্থক্য কোথায়?
যদি এই পার্থক্য না ধরতে পারেন তাহলে আপনার ব্যাবসায়িক মাইন্ডে কনসেপ্ট ক্লিয়ার নাই।
আপনার ৬৫০ টাকার পন্যে লিখুন ৬৪৯ একটা ম্যাজিক কাজ করবে।
অথবা ১০০০ এর জায়গায় লিখুন ৯৯০.
পার্থক্য টের পেলেন?
হা হা হা উচ্চারনে একটা হাজারে আর একটা শতকে।
বুঝলেন ম্যাজিক টা কোখায়?
৪. দিবস গুলি ফোকাস করুন- নারী দিবসের অন্তত ৩ দিন আগে থেকে নারীদের নিয়ে পোষ্ট করুন।
একই ভাবে সকল দিবস ফোকাস করে কাজ করুন।
যেকোন বড় বড় সমস্যা যেমন- ভূমিকম্প, বন্যা এই সব বিষয় কে টাচ করুন।
৫. প্রফিট শেয়ারিং পোষ্ট- নিজের সময় ক্লায়েন্ট দের কে দিন।
যেমন
Ratna Rani Dev দিদি মশলা নিয়ে কাজ করেন আর উনি যদি এই দেশিয় মসলার বা খাটি মসলা সম্পর্কে আমায় না বোঝাতে পারেন তাহলে কেন কিনবো?আমাদের সকলেরই প্রতি মাসেই মশলা লাগে।যদি দিদির মশলায় সেরা হয় তাহলে অবশ্যই আমি আমার পরিবারের জন্য সেটাই নিবো।আপনিও নিবেন, তাই নয় কি?
আগে ক্লায়েন্টের মনে আনতে হবে।
আবার
Ferdousi Akhter আপু পিউর খাবার নিয়ে কাজ করেন,যেমন- মধু,ঘি,ছানামুখী মিষ্টি,কোয়েল পাখি নিয়ে। উনি এইগুলির গুনাগুন নিয়েও লেখেন আবার মাঝে মাঝেই একটা স্বাস্থ্যকথা ও লিখছেন পোষ্ট করছেন।
মানুষ ঐ টিপস নেবার জন্য হলেও পড়বেন ওনার কন্টেন্ট।
তবে সব কথার শেষ কথা হলো,আমাদের পড়তে ভীষণ আপত্তি,কারন আমরা সবাই জ্ঞানী।