ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে হলে আপনাকে কোনো না কোনো সময় কন্টেন্ট বানাতে হবে। সেটি আর্টিকেল হোক, বা হোক সোশ্যাল মিডিয়ার ইমেজ পোস্ট।
কন্টেন্ট বানানোতে আপনি তেমন ভালো না হলেও আপনাকে জানতে হবে:
কাস্টমাররা কেমন কন্টেন্ট চান
কোন ধরনের কন্টেন্ট কোন ডিজিটাল চ্যানেলের উপযোগী
বিভিন্ন ফরম্যাটের কন্টেন্ট বানানোর সাধারণ প্রক্রিয়া
আপনার মার্কেটিং ক্যাম্পেইন অনুযায়ী কন্টেন্ট ফরম্যাট আলাদা হতে পারে। যেমন:
ব্লগ পোস্ট
বিজ্ঞাপনের লেখা বা কপি
ইনফোগ্রাফিক
ভিডিও
সোশ্যাল মিডিয়ার ইমেজ পোস্ট
কেমন কন্টেন্ট বানানো শিখবেন, তা নিয়ে দ্বিধা থাকলে কন্টেন্ট রাইটিং দিয়ে শুরু করুন। এরপর ধৈর্য থাকলে শিখুন অ্যাডোবি ইলাস্ট্রেটরের ব্যবহার। আস্তে আস্তে দেখবেন সব কিছুই সহজ হয়ে যাচ্ছে। শুধু দরকার লেগে থাকা।