কন্টেন্ট রাইটিং বেসিক প্রিন্সিপ্যাল- আর্টিকেল রাইটিং এর শেষ পর্ব

ব্যাসিক প্রিন্সিপাল
  • আপনার আর্টিকেলটি পাঠকদের জন্য তৈরি করুন, সার্চ ইঞ্জিনের জন্য নয়।
  • পাঠকদের সাথে কখনোই প্রতারণা করবেন না।
  • সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর কৌশলগুলো পরিহার করুন। নিজের মাঝে উন্নতি আনার জন্য, একটি ভা্লো নিয়ম হলো আপনি নিজের সাথে প্রতিযোগিতা করা।
  • আরেকটি দরকারি পরীক্ষাটি হ’ল জিজ্ঞাসা করা, “এটি কি আমার পাঠকদের সহায়তা করে? সার্চ ইঞ্জিনগুলি না থাকলে আমি কি এটি করতাম?”
  • আপনার কন্টেন্টগুলি কিভাবে ইউনিক, মূল্যবান বা আকর্ষকনীয় করে তোলা যায় তা ভেবে দেখুন। আপনার ব্লগসাইটটিকে অন্যের থেকে আলাদা করুন।
স্পেসিফিক গাইডলাইন- এই টেকনিক গুলো পরিহার করুন
  • অটোমেটিক জেনারেটেড কন্টেন্ট দিবেন না
  • লিংক স্কিমগুলিতে অংশ নেয়া (পেইজ র্যাঙ্কিং এর জন্য লিংক ব্যবহার করা) বিভিন্ন সোর্চের লিংক শেয়ারিং
  • অরিজিনাল কন্টেন্ট ছাড়া এবং টাইটেল দিয়ে পেইজ তৈরি করা
  • হিডেন টেক্সট অথবা লিংক
  • অসংগতিপুর্ন কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট তৈরি করা

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *