কন্টেন্ট শুধু হাজিরা দেবার জন্য না লিখে,বরং সেটাকে অন্তরে ধারন করুন

অনেক উদ্যোক্তাকে দেখলাম-এত এত ভালো ভালো কথা লিখেন কন্টেন্টে (যদিও ৯৯% কথাই কপি আর রিপিট হয় সবার),অথচ সেটার বিন্দুমাত্র নেই নিজের কাজে।
এইযে, সফলতা নিয়ে এত লেখা লিখেন আর পড়েন,কিন্তু কয়টা কথা নিজের বেলাতে কাজে লাগাতে চাইছেন কিংবা এপ্লাই করেছেন? কতদিন করেছেন?
এইযে, ধৈর্য্য নিয়ে এত লেখা লিখেন সবাই,আবার দেখি পড়তেও অনেক।কিন্তু দিনশেষে সেটা নিজে কতটা পালন করেন?
পন্যের কোয়ালিটি- এটা নিয়ে যতটা বলেন সবাই,সেটার তুলনায় কাজ কম করা হয় ম্যাক্সিমামের।
ম্যাক্সিমাম উদ্যোক্তাই মুলত রিসেলার,তাই এটাকে ভালো করে ফোকাস করা উচিত।
মনে রাখা ভালো যে- এই কথাটা শুধু আপনাদের জন্য না,সকলের জন্যই।এইদেশে উদ্যোক্তার সংজ্ঞাটাই ম্যাক্সিমাম মানুষ জানে কিন্তু মানেনা ও সেই অনুযায়ী কাজ করেনা।
বিজনেস কেন বড় হচ্ছেনা?
এটা নিয়ে কতটুকু লেখাপড়া করেছেন? কতটুকু এনালাইসিস করেন নিয়মিত?
কি কি ভুল পেলেন?
এইসব নিয়ে কথা জীবনেও কাউকে বলতে শুনলাম না।কোথাও কেউ বলেনা দেখি।তবুও আমাদের এত হাইপ বুঝিয়ে দেয় ভালোভাবেই যে, আমরা শখের উদ্যোক্তাই বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *