কোনও কাজ করতে পারবো না – এটা মনে হওয়ার প্রধান কারণ হল সেই বিষয়ে আমাদের জ্ঞান ও দক্ষতার অভাব।
কোনও বিষয়ে জ্ঞান ও দক্ষতা কম থাকলে সেই বিষয় নিয়ে কিছু করতে ভয় লাগা বা আত্মবিশ্বাস না পাওয়া স্বাভাবিক।
আপনার সাঁতার কাটার ইচ্ছে হলে প্রথমেই আপনি নদীতে ঝাঁপ দেয়ার সাহস পাবেন না। এজন্য আপনাকে প্রথমে ট্রেনিং নিতে হবে। যে কোনও নতুন বিষয়ের প্রথম পদক্ষেপ হওয়া উচিৎ ট্রেনিং ও পড়াশুনা।
আপনি হয়তো নতুন ব্যবসা করতে চান, কিন্তু শুরু করার সাহস পাচ্ছেন না। আগের জায়গার কমফোর্ট জোন ছেড়ে বের হতে পারছেন না – কারণ আপনি আশঙ্কা করছেন, ব্যবসায় লস হলে তো বর্তমানও যাবে, ভবিষ্যৎও যাবে।
এখন আপনি যদি সেই ব্যবসার বিষয়ে পড়াশুনা করেন ও ট্রেনিং নেন, সেইসাথে শিক্ষানবিশ হিসেবে কিছুদিন কাজ করেন – তাহলেই দেখবেন ভয় অনেকটাই কেটে গেছে। আজকের যুগে যে কোনও বিষয়ের বই ও ট্রেনিং পাওয়া যায়। আপনি যেটাই করতে চান না কেন – ভালো করে খুঁজলে সেই বিষয়ে ট্রেনিং ও পড়াশুনার সরঞ্জাম অবশ্যই পেয়ে যাবেন।