কমফোর্ট জোন থেকে বের হলে আমার কি লাভ হবে 

কমফোর্ট জোন থেকে বের হওয়া মানে আপনার সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে যাওয়া। আপনার অনেক দিনের লালিত স্বপ্ন পূরণের জন্য হয়তো প্রথম পদক্ষেপটি নিতে পারবেন।
যে কোনও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, এবং সব অবস্থায় মাথা ঠান্ডা রাখার শক্তি আপনার মাঝে সৃষ্টি হবে। আপনার সৃষ্টিশীলতা বাড়বে, নতুন নতুন চিন্তা ও আইডিয়া ভাবার পাশাপাশি আপনি সেগুলোর বাস্তবায়ন করতে পারবেন। আপনার ভেতরে লুকানো গুণ গুলোকে কাজে লাগিয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাওযার পাশাপাশি, নতুন নতুন বিষয় শেখার ও চেষ্টা করার উ‌ৎসাহ সৃষ্টি হবে। ফলে আপনি মানুষ হিসেবে দক্ষ ও উন্নত হয়ে উঠবেন।
সোজা কথায়, কমফোর্ট জোন থেকে বের হওয়ার অভ্যাস সৃষ্টি হলে, আপনার যোগ্যতা ও ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে আপনি এমন সাফল্য অর্জন করতে পারবেন – যা হয়তো সাধারণ অবস্থায় ভাবাও যায় না।
কমফোর্ট জোন থেকে বের হবার উপায় গুলি কি কি-
▶️ মেন্টাল মডেলিং
▶️ নিজের জ্ঞান ও দক্ষতা বাড়ানো
▶️ নতুন কিছুর সাথে মানিয়ে নেবার প্রবনতা বৃদ্ধি করা
▶️ মাঝে মাঝে রুটিনের বাইরে যাওয়া
প্রথম পয়েন্ট ব্যাতীত সকল গুলি নিয়েই লিখবো,কেননা প্রথমটি নিয়ে আমি আগেই লিখেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *