কাজ করার জন্য প্রচন্ড ডেডিকেটেড

কাজ করার জন্য প্রচন্ড ডেডিকেটেড, এমন অনেক উদ্যোক্তাকে দেখলাম এই তিন বছরে,কিন্তু সত্যি বলতে- একটানা তিনমাস কাজ করার মত মানুষ আমি পাইনি সেভাবে।

সবার আগ্রহ আসে হঠাৎ করে, দুইদিন থেকে শুরু করে, একমাস বা ৪০-৪৫ দিন হয়তো টেনেটুনেদেখা যায়,এরপরে হারিয়ে যায়।

কেউ হারিয়ে যায় ধৈর্য্য ধরতে না পেরে আর কেউ হারিয়ে যায় হুট করে দুই পয়সার সেল দেখে।কেউ আবার সেল কমে গেলেই ফালাফালি শুরু করে দেয়।

অথচ, এই মানুষগুলিই সারাদিন লিখতো – “ব্যাবসাতে Ups & downs থাকবে, ধৈর্য্য রাখতে হবে, সফলতা সহজ নয়”।

এইজন্য আমি বলি- কপি করে,কাউকে দেখে করে লাভ নেই বরং সেটিই করুন, যেটি আপনার মন থেকে আসে।

আমার সাথে পরিচয়ের শুরু থেকে কাজ করছেন কিন্তু অন্ততপক্ষে সেল করে সফল হন নি, এমন উদ্যোক্তা নেই, আলহামদুলিল্লাহ।

ধৈর্য্যের এত অভাব হলে কাজ করার দরকার টা কি বলেন তো।একমাসে কম সেল হলেই আপনার মাথায় কাজ করবেনা,একটু সেল ডাউন হলেই মাথা খারাপ যাদের হয়ে যায়, তারাই নাকি দেশ পরিবর্তনে ভুমিকা রাখছে।

আমার চোখে, এদেশে ৯০-৯৫% চলে শো-অফ।আর বাকিটা বাস্তব।ভাই রে ভাই, আপনি রাগ হইলেও ইহা সত্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *