কাজ জানি,কিন্তু কাজ পাচ্ছিনা কেন?

অনেকেই বলেন,কাজ জানি কিন্তু কাজ পাচ্ছিনা।আপনারা কি এই সমস্যা কেন হচ্ছে সেটাকে বের করতে পেরেছেন? নিজেকে নিয়ে রিসার্স করেছেন?
আচ্ছা যাক, আসুন এই পয়েন্টগুলি একটু দেখি তো-
✅ সেলস ফানেল অপ্টিমাইজ করতে পারেন কি? সেখানে কোন ভুল হচ্ছেনা তো?
✅ মিনিমাম ১০/১২টা কপিরাইটিং ফর্মুলা শিখুন।আপনি কতগুলি শিখে কাজে নেমেছেন?
✅ ক্লায়েন্ট গেদারিং এ কোন সমস্যা হচ্ছে কি? কাস্টোমার হ্যান্ডিং এ সমস্যা হলে সেটা নিয়ে আবার রিসার্স করুন।
✅ কোল্ড কাস্টোমারকে,হট কাস্টোমার হিসাবে তৈরি করা শিখুন।
✅ টার্গেটেড অডিয়েন্স এবং কাস্টোমার ফানেল তৈরি করে ফেলুন।
✅ আপসেল, ক্রসসেল নিয়ে আবার ঘাঁটাঘাঁটি করে সেটাকে কাজে লাগাতে চেষ্টা করুন।
✅ কমিউনিটি ডেভলপ করুন।খুব স্ট্রং কমিউনিটি তে থাকার চেষ্টা করুন।
✅ আপনার সার্কেল টাকে ভালো করে গড়ে তুলুন,সবসময় পজিটিভ থাকার চেষ্টা করুন।
✅ প্রেজেন্টেশন স্কিলে আবার জ্বোর দিন।সেখানেও ঘাটতি থাকতে পারে।
✅ হাল না ছাড়ার মত অদম্য মানসিকতা তৈরি করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *