কাজ শুরু করতে চাওয়ার জন্য একটা মানসিক বাঁধা থাকে, সেটা জয় করার জন্য আমাদের তিনটা লিষ্ট করা যেতে পারে।
লিস্ট ১:
মার্কেটের অন্যদের নিয়ে বেশি মাথা না ঘামিয়ে সবার আগে লিস্ট করুন আপনার সবচেয়ে শক্তিশালী জায়গা কোনটি। আপনি কি মার্কেটিং ভালো বোঝেন?, যে পন্য বা সেবা নিয়ে কাজ করতে চান, তার কোন দিকটা আপনি সবচেয়ে ভালো বোঝেন?
পন্য বা সেবাটি মার্কেটে নামাতে গেলে কি ধরনের সাহায্য আপনার প্রয়োজন হতে পারে? এইসব বিষয় লিস্ট করুন। তাহলে ফোকাস পুরোটাই আপনার নিজের ওপর থাকবে, এবং কোথায় কোথায় কমতি আছে, তা খুঁজে বের করে সেগুলো পূরণ করার কাজ শুরু করতে পারবেন। নিজের কমতিগুলো ঠিক করা শুরু করলে, এমনিতেই আপনি ব্যবসার প্রথম সত্যিকার কাজে হাত দিয়ে দেবেন।