লিস্ট ৩:
আপনার পন্য বা সেবার ক্রেতা কারা হবে, সেটা ঠিক করা খুবই জরুরী। তাই ৩ নম্বর লিস্টে ক্রেতাদের প্রাধান্য দিন। কোন এলাকার লোকের জন্য আপনি পন্য বা সেবা বানাচ্ছেন, তাদের বয়স সীমা, পড়াশুনার লেভেল, কি খেতে পছন্দ করে, বিবাহিত না সিঙ্গেল, ইত্যাদি লিস্ট করুন। এই লিস্টটা ভালোমত করতে পারলে এমনিতেই আপনি তাদের জন্য পন্য বা সেবা তৈরী করার তাগিদ অনুভব করবেন।
এই তিনটি লিস্টের মূল কথা হচ্ছে, একটি নির্দিষ্ট লক্ষ্য সৃষ্টি হয়ে গেলে কিভাবে সেটা নিয়ে কাজ করবেন – তা নিজেই বুঝতে পারবেন। তবে অবশ্যই এটা লিখিত হতে হবে