এই ঝামেলাটা অনেকেরই হয়। একটি নতুন বিজনেস আইডিয়া মাথায় আসে, ব্যবসা শুরু করতে চায় – কিন্তু কিভাবে এবং কোথা থেকে শুরু করবেন – তা বুঝ উঠতে পারছেন না।
ইংরেজীতে “Analysis Paralysis” বলে একটা কথা আছে। কোনও আইডিয়া নিয়ে অতিরিক্ত চিন্তা করতে করতে সেটা কিভাবে শুরু করবেন সেটাই ভেবে পাবেন না। প্রতিযোগীদের কৌশল নিয়ে গবেষণা করা, কাস্টমার নিয়ে গবেষণা করা, মার্কেট নিয়ে এ্যানালাইসিস করা – ইত্যাদি করতে করতে মাথায় জট পাকিয়ে যায়।
নতুন ব্যবসা যারা শুরু করতে চায়, তাদের অনেকেরই এটা জাতীয় সমস্যা। অনেক সময়ে এ্যানালাইসিস প্যারালাইসিসের রোগী নিজেও বুঝতেও পারে না যে, ঠিক কি কারণে সে শুরু করতে পারছে না। যা আরও ভয়ঙ্কর।
সমাধান কি হতে পারে?
মাত্র ৩টি লিস্ট করুন, এবং ছোট একটি প্ল্যান করুন
নতুন আইডিয়া নিয়ে এ্যানালাইসিস আর রিসার্চ করার ভূত একবার মাথায় চাপলে তাকে নামানো কঠিন। একটা সময়ে দেখা যায় এটা করতে করতেই আসল ব্যবসা শুরু করার সময় চলে যাচ্ছে।
“ক্রিয়েট এ্যান্ড গো” ফাউন্ডার এ্যালেক্স নার্নি বলেন, এত এ্যানালাইসিস না করে, একটি পরিকল্পনা তৈরী করে সেটা নিয়ে কাজে নেমে যেতে হবে। সেখানে কোনও ভুল থাকলে, সেটা আবার শুধরে নিয়ে কাজ করে যেতে হবে।