Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
**কাজ শুরু করতে চাইছেন কিন্তু কোথা থেকে করবেন বুঝতে পারছেন না? এই কন্টেন্ট পড়ুন।**
এই ঝামেলাটা অনেকেরই হয়। একটি নতুন বিজনেস আইডিয়া মাথায় আসে, ব্যবসা শুরু করতে চায় – কিন্তু কিভাবে এবং কোথা থেকে শুরু করবেন – তা বুঝ উঠতে পারছেন না।
ইংরেজীতে **“Analysis Paralysis” **বলে একটা কথা আছে। কোনও আইডিয়া নিয়ে অতিরিক্ত চিন্তা করতে করতে সেটা কিভাবে শুরু করবেন সেটাই ভেবে পাবেন না। প্রতিযোগীদের কৌশল নিয়ে গবেষণা করা, কাস্টমার নিয়ে গবেষণা করা, মার্কেট নিয়ে এ্যানালাইসিস করা – ইত্যাদি করতে করতে মাথায় জট পাকিয়ে যায়।
নতুন ব্যবসা যারা শুরু করতে চায়, তাদের অনেকেরই এটা জাতীয় সমস্যা। অনেক সময়ে এ্যানালাইসিস প্যারালাইসিসের রোগী নিজেও বুঝতেও পারে না যে, ঠিক কি কারণে সে শুরু করতে পারছে না। যা আরও ভয়ঙ্কর।
সমাধান কি হতে পারে?
**মাত্র ৩টি লিস্ট করুন, এবং ছোট একটি প্ল্যান করুন**
নতুন আইডিয়া নিয়ে এ্যানালাইসিস আর রিসার্চ করার ভূত একবার মাথায় চাপলে তাকে নামানো কঠিন। একটা সময়ে দেখা যায় এটা করতে করতেই আসল ব্যবসা শুরু করার সময় চলে যাচ্ছে।
“ক্রিয়েট এ্যান্ড গো” ফাউন্ডার এ্যালেক্স নার্নি বলেন, এত এ্যানালাইসিস না করে, একটি পরিকল্পনা তৈরী করে সেটা নিয়ে কাজে নেমে যেতে হবে। সেখানে কোনও ভুল থাকলে, সেটা আবার শুধরে নিয়ে কাজ করে যেতে হবে।
**প্রাথমিক পরিকল্পনার জন্য আপনি ৩টি লিস্ট করতে পারেন।**
✅** লিস্ট ১:**
মার্কেটের অন্যদের নিয়ে বেশি মাথা না ঘামিয়ে সবার আগে লিস্ট করুন আপনার সবচেয়ে শক্তিশালী জায়গা কোনটি। আপনি কি মার্কেটিং ভালো বোঝেন?, যে পন্য বা সেবা নিয়ে কাজ করতে চান, তার কোন দিকটা আপনি সবচেয়ে ভালো বোঝেন?
পন্য বা সেবাটি মার্কেটে নামাতে গেলে কি ধরনের সাহায্য আপনার প্রয়োজন হতে পারে? এইসব বিষয় লিস্ট করুন। তাহলে ফোকাস পুরোটাই আপনার নিজের ওপর থাকবে, এবং কোথায় কোথায় কমতি আছে, তা খুঁজে বের করে সেগুলো পূরণ করার কাজ শুরু করতে পারবেন। নিজের কমতিগুলো ঠিক করা শুরু করলে, এমনিতেই আপনি ব্যবসার প্রথম সত্যিকার কাজে হাত দিয়ে দেবেন।
✅** লিস্ট ০২:**
একটি নির্দিষ্ট সময়ের পর (ধরুন ১ বছর পর) আপনি নিজের ব্যবসাকে কোথায় দেখতে চান, তা লিখুন। বছরের শেষে কত টাকা লাভ করতে চান, কতজন নিয়মিত কাস্টমার চান, সোশ্যাল মিডিয়ায় আপনার ব্র্যান্ডের কতজন ফলোয়ার চান – ইত্যাদি বিষয় লিস্ট আকারে লিখুন। তাহলেই দেখবেন আপনার ফোকাস নিজের ব্যবসার দিকে থাকছে, এবং আপনি ভালো একটি স্টার্টিং পয়েন্ট পাচ্ছেন, যেখান থেকে আপনি টার্গেটের দিকে এগিয়ে যেতে পারবেন।
✅** লিস্ট ৩:**
আপনার পন্য বা সেবার ক্রেতা কারা হবে, সেটা ঠিক করা খুবই জরুরী। তাই ৩ নম্বর লিস্টে ক্রেতাদের প্রাধান্য দিন। কোন এলাকার লোকের জন্য আপনি পন্য বা সেবা বানাচ্ছেন, তাদের বয়স সীমা, পড়াশুনার লেভেল, কি খেতে পছন্দ করে, বিবাহিত না সিঙ্গেল, ইত্যাদি লিস্ট করুন। এই লিস্টটা ভালোমত করতে পারলে এমনিতেই আপনি তাদের জন্য পন্য বা সেবা তৈরী করার তাগিদ অনুভব করবেন।
এই তিনটি লিস্টের মূল কথা হচ্ছে, একটি নির্দিষ্ট লক্ষ্য সৃষ্টি হয়ে গেলে কিভাবে সেটা নিয়ে কাজ করবেন – তা নিজেই বুঝতে পারবেন। তবে অবশ্যই এটা লিখিত হতে হবে
চলুন আজ থেকেই শুরু করে ফেলি, আর আমি নিজেও ভাবছি আবার শুরু করবো আপনাদের সাথে সাথে।