সৌভিক আর
Gm Kowsar
সাহেব বসেছেন লিও মেসির বার্সা ছেড়ে যাবার পরে কোন ক্লাবে জয়েন করছেন এই নিয়ে আড্ডা জমানোর জন্য যেখানে আসার কথা রয়েছে শুটকি ওয়ালা
Jubaer Noman
ভাই, নারিকেল ওয়ালা
N Sayem
ভাই ও শাড়ি পাড়ার
Yemeni Ibnul
ভাই এর।
মূল উদ্দেশ্য হলো কাউসার ভাই এর Fau Bazar এর চায়ের স্বাদ টা টেষ্ট করে দেখার।
সৌভিক- এই নোমান ভাই লেট কেন?
নোমান ভাই- আসার পথে দেখলাম উই পরিবারের এক অংশে বেশ কথা বার্তা চলছে।
তো সেখানে গিয়েছিলাম।
ইবনুল ভাই- নোমান ভাই কি হয়েছে সেখানে?
নোমান ভাই- দেখলাম কিছু সিনিয়র আপুর জটলা তাই দেখে গেলাম, গিয়ে দেখি
Jakia Tanni
আপু কান্না করেছে।
সায়েম ভাই- কেন এই বয়সে কান্না কেন?
নোমান ভাই- পরে জানতে পারলাম ওনার পন্যের ছবি নিয়ে একজন বিজ্ঞাপন দিয়েছে তাই।
কাউসার ভাই- এই ব্যাপারে সৌভিক ভাই একটু লেখেন তো, আসলে এটা করা ঠিক কিনা।
সৌভিক- ভাই পন্যের ছবি চুরি করা তো মহা অন্যায়, কিন্তু করলে তো আর কিছু করতে পারবেন না।
ইবনুল ভাই- কেন আমরা পন্যের উপরে নিজেদের লগো বসাবো, তাহলেই হবে না।
সৌভিক- এই লগো বসানো নিয়েই আমার কিছু কথা আছে।
কাউসার ভাই- তাহলে বলে ফেলেন।
সৌভিক- আমি কিছু পয়েন্ট নোট করে বলি-
কারো পন্য চুরি করা মহা অন্যায়, এটা নিয়ে অনেক দূর আপনি যেতে পারবেন তবে সেটার জন্য আইন সম্পর্কে জানেন এমন কারো সাহায্য নিতে পারেন যেমন
Adv Esmatulla Lucky
ম্যাডাম।
আপনি চাইলে আপনার পন্যে লগো বসাতে পারেন মানে লগোর পি এন জি কপি টা বসিয়ে দিতে পারেন।
এই পি এন জি বসাতে গিয়ে অনেকেই বলছেন ভাইয়া লগো উপরে ডানে বা বামে বসালে তো সহজেই ক্রপ করে কেটে নিজের বলে চালানো যায়।
তাই বলে মাঝখানে লগো দিয়ে আপনি তো মুলত পন্যের সৌন্দর্য টা নষ্ট করে ফেলছেন।
লগো বসালেই কি পন্যের মালিকানা আপনার?
আমাদের জানতে হবে যে কোন পন্য গুলিতে আমি লগো দিতে পারি।
ধরুন
Tanzin Tanjena
আপু নিজে হাতে বিরিয়ানী রান্না করেছেন, ঐ ছবিতে উনি লগো দিতে পারেন কারন ঐ প্রোডাক্ট আপুর নিজস্ব।
কিন্তু আপনি ইউনিলিভারের পন্য কিনে এনে যদি নিজে লগো ব্যাবহার করে বোঝাতে চান এই প্রোডাক্ট আপনার নিজস্ব তাহলে সেটা ও অন্যায়।
সেখানেই নিজের প্রতিষ্ঠানের লগো বসান খেয়াল রাখুন ঐ প্রোডাক্টের নিজস্বতা আপনার কিনা।
ইবনুল ভাই- তাহলে আমি জামদানী তো নিজে তৈরি করি না, আমি কি লগো বসাতে পারবো না?
সৌভিক- অবশ্যই পারবেন কিন্তু পোষ্টে লিখবেন স্বত্তাধিকারী শাড়ি পাড়া,
জামদানি না কিন্তু।
অনেকেই এই কাজ করছেন, পন্য নিজে না বানিয়ে অন্যের পন্যে নিজের লগো বসিয়ে নিজের নামে চালানো।
আরো বড় অন্যায় হলো প্রোডাক্ট নিজের কাছেই নাই অথচ অন্য জনের ওয়াল থেকে নিয়ে চালিয়ে দিচ্ছেন যে নিজের।
কাউসার- এই সকল মানুষ গুলিকে অবশ্যই আমাদের চিহ্নিত করে দিতে হবে তা না হলে তো ক্রেতা গন বিভ্রান্তিতে পড়ে যাবে।
সায়েম ভাই- আজকের আলোচনা টা নিয়ে আমার ধারনা এটাই হচ্ছে যে আমরা সকলেই পন্যের বিজ্ঞাপনে সতর্ক হবো।
তবে সৌভিক ভাই লগোর প্লেসমেন্ট টা নিয়ে একদিন বলেন।
সৌভিক- ইনশাআল্লাহ ভাই জানাবো আমার কোন লেখায়। এটা বলার পরে বলতে যাচ্ছিলো
আমার চা টা চিনি ছাড়া দিতে আর বলতে বলতেই
Lipika Talukder
দিদি এলেন বার্গার নিয়ে।
Sabrin Rahman
আপুর হাতে কেক।
একটু পিছনে
Sunjida Hossain Lima
আপুর হাতে আবার একটা কেক।
আমার বন্ধু
Marifa Mukta
হাতে মিষ্টি নিয়ে হাজির।
ওহ বাবা আবার দেখা যায়
Ratna Rani Dev
দিদি নাড়ু এনেছেন।
সাথে আছেন
Farhana Afroz Tonni
আপু,
হাতে টুনা কাবাব।
আলোচনার বাকী চার জন আমার দিকে তাকিয়ে বলে ভাই কাহানী টা কি?
Madhurjo Marshad
ম্যাডাম- ভাইয়া সৌভিক ভাই সকালেই আমায় ম্যাসেজ করে বলে দিয়েছিলেন যেন সবাই কে জানানো হয়।
সৌভিক- আরে ভাই লাইফে আপস এন্ড ডাউন থাকবে সেটা নিয়ে এত আর ভেবে কি করবেন?
আজ আমাদের
Ema Nawaz
ও
Fahima Islam Chumki
আপুর জন্মদিন তাই বাকী সবাই এসেছেন ওনাদের না জানিয়েই এটা করার জন্য।
চলুন কেক কেটে সবাই একত্রে উইশ করি শুভ জন্মদিন আপু।
শুভ কামনা সবার জন্য।
সৌভিক
কাজ করছি লগো ডিজাইন, ডোমেইন-হোষ্টিং,বুষ্টিং, ও ই- কমার্স ওয়েব সাইট নিয়ে।
ফাউন্ডার এন্ড সি ই ও- আই সি টি কেয়ার/ICT CARE