আপনার ব্যবসার জন্য নতুন পেইজ খুললে আপনাকে কিছু জিনিস প্রথমেই মাথায় রাখতে হবে। যেমন-
আপনার টার্গেট অডিয়েন্স চিহ্নিত করা: পৃথিবীর সব লোক আপনার জিনিস কিনবে না, এটাই স্বাভাবিক। এমনকি, আপনি নিজেও নিশ্চয়ই সবার কাছে জিনিস বিক্রি করতে যাবেন না। আপনার জিনিসগুলো কোন ধরনের লোক কিনবে, তাদের উপর আপনার ফোকাস করতে হবে। তাদের পছন্দ-অপছন্দ কে প্রাধান্য দিয়ে তাদেরকে নিয়মিত কাস্টমার বানাতে হবে। আস্তে আস্তে তাদের দ্বারাই নতুন কাস্টোমার ও লাইক আসবে।
কম্পিটিটরদের নিয়ে গবেষণা: আপনার ব্যবসার মতো একই টাইপের ব্যবসা যারা করে, তাদের নিয়ে গবেষণা করুন। তাদের ছেড়ে লোকজন কেন আপনার কাছে আসবে? আপনার ব্যবসার কি এমন স্পেশালটি আছে? এইগুলা নির্ধারণ করুন। আস্তে আস্তে এনগেজমেন্ট পাবেন।
গোল নির্ধারণ করা: আপনার ব্যবসার উদ্দেশ্য যাতে শুধুমাত্র লাইক পাওয়া না হয়, সেদিকে খেয়াল রাখুন। পেজে লাইক পেলেও আপনার প্রোডাক্ট যদি সেল না হয়, তাহলে আপনার উদ্দেশ্যই ব্যর্থ। আর যদি আপনি কিছু নিয়মিত সেটিসফাইড কাস্টমার ধরে রাখতে পারেন, তাহলে এক সময় আপনার পেজের লাইক এবং সেল কোয়ান্টিটি দুইটাই বাড়বে।
পেজ রিলেটেড গ্রুপ খুলে নিন
পেজের নামের ফ্যান ক্লাব বা বিজনেস ওরিয়েন্টেড পেইজ হলে রিভিউ গ্রুপ খুলুন। কাস্টমারদের রিভিউ দিতে বলেন। পজেটিভ রিভিউ আপনার ব্যবসা ও পেজের প্রসার অনেকখানি বাড়াবে। এইগুলা স্ক্রিনশট দিয়ে পেইজে পোস্ট করতে পারেন।
অ্যাড দিতে পারেন
ক্যাচি একটা কনটেন্ট বা ভিডিও বানিয়ে অ্যাড দিতে পারেন। অ্যাড দিলে আপনার পেইজের লাইক বাড়বে স্বাভাবিক।
কাজ করছি লগো, ফেসবুক পেইজ, ই-কমার্স সাইট নিয়ে
Founder & CEO- ICT CARE & Easysodai