এটা পরিষ্কার যে আপনি সফল হতে চাইলে আপনার পার্সোনাল ব্র্যান্ড-এর প্রয়োজন। কিন্তু কীভাবে তা আপনাকে সাহায্য করবে?
আপনি কী কী কারণে একটি শক্তিশালী ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছেন?
অথবা, আপনি আপনার ব্র্যান্ডের মাধ্যমে কোন লক্ষ্য অর্জন করার চেষ্টা করছেন সে সম্পর্কে যদি আপনার পরিষ্কার ধারণা থাকে, তাহলে আপনি সহজেই সে লক্ষ্য অর্জন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো ঠিক করতে পারবেন।
একজন ফ্রিলান্সারের কিংবা একজন উদ্যোক্তার জন্য পার্সোনাল ব্র্যান্ড-এর বিকল্প নেই। ধরুন আপনি একজন ফ্রিলান্সার। আপনার পার্সোনাল ব্র্যান্ড এমন হতে হবে যাতে সম্ভাব্য কাস্টমাররা আপনার ব্র্যান্ডের মাধ্যমে আশ্বস্ত হয়। তারা যেন নিজেরাই যেকোনো কাজে আপনাকে খুঁজে বের করে।
আবার আপনি কোনো ব্যবসায়ের মালিক হলে, আপনার পার্সোনাল ব্র্যান্ড এমন হতে হবে যাতে করে আপনার সম্ভাব্য গ্রাহকরা আপনাকে দেখে আপনার পণ্যের মান সম্পর্কে নিশ্চিত হতে পারে এবং আপনি প্রতিযোগীদের থেকে আলাদা থাকতে পারেন। ব্যবসায় বা পেশাদার জীবনে অসফলতা আসলেও যেন পার্সোনাল ব্র্যান্ড-এর কারণে আপনার ইম্প্রেশন ঠিক থাকে, এমন শক্তভাবেই নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে হবে। এ কারণেই পার্সোনাল ব্র্যান্ড-এর শুরুতেই আপনার উদ্দেশ্য ঠিক করে নেয়া জরুরি।
আজকের অংশ এইটুকু,সাড়া পেলে আবার লিখবো একটা পর্ব।