কোর্স কিনে বা কয়েকটা কোর্স করলেই ব্যবসা শেখা হয়ে যায়না।

কোর্স কিনে বা কয়েকটা কোর্স করলেই ব্যবসা শেখা হয়ে যায়না।
কোর্স করা যে খারাপ সেটা আমি বলছিনা।অনেকেই আছেন যারা দু-একটা কোর্স করে নিজেকে বিজনেস এক্সপার্ট বলে ভেবে ফেলেন আবার অনেকেই আছেন, যারা কোর্স করাটাকেই মেইন বলে প্রচার করেন।
আপনি হয়তো দু-একটা কোর্স কিনলেন অনলাইনে বা বাস্তবেই কিনলেন কিন্তু ভাবেন তো- অনলাইনে ভিডিও দেখে বা কোন একটা কোর্স করে লাখ লাখ টাকা সেল দেখে ব্যবসাতে নামার পরে যখন আপনার ব্যবসার ঐ অপারেশনাল কস্ট, মার্কেটিং কস্ট,কুরিয়ার ডিলেতে প্রোডাক্ট রিটার্ন আসা,প্রোডাক্টের কাঁচামালের দাম হুট করে বেড়ে যাওয়া, এগুলি দেখেন তখন কি ঐ শেখাটা কাজে দেয়?
নাহ,বরং ঐ সময়ে আপনার বেইন আর অভিজ্ঞতায় আপনাকে পথ দেখায়।
বাংলাদেশে ব্যবসা মানেই প্রতিদিন নতুন চ্যালেঞ্জ, আজ যে সমাধান কাজ করল, কাল ওটা নাও করতে পারে।
দেখেন, মাসে ৫০ হাজার টাকার বিজ্ঞাপন দিলেন, ইনবক্স এলো ২৫০০ জনের থেকে আর অর্ডার হলো ২০০ টা, ডেলিভারিতে রিটার্ন ১০%, কুরিয়ার খরচ বেড়ে গেলো আর হিসাবে গুবলেট করে লাভের অংশ আর খুঁজে পাওয়া গেলোনা।
এইভাবে তো বিজনেস করা সম্ভব না।হ্যাঁ সম্ভব তবে সেটা আবার নামেই বিজনেস হয়।
আসলে, সমস্যা শুধু বিজ্ঞাপনে না, অনেকের প্রোডাক্টই ঠিক নেই,আমাদের দেয়া অফারে ভ্যালু নাই, কনটেন্টে ক্লিয়ারিটি নাই,কাস্টোমার সেলস কমিউনিকেশন ঠিক নাই, প্রাইসিং টাও পারফেক্ট নেই,প্রেজেন্টেশন সঠিক হয়না,প্রিমিয়াম ভাইবস নেই কিন্তু প্রিমিয়াম প্ল্যান করি।
একটা বই, আমাদের রাস্তাটা দেখায়, কিন্তু হাঁটা শেখা যায় রাস্তায় নামলে, ছোট ছোট এক্সপেরিমেন্ট আর নিয়মিত রিভিউই আসল শিক্ষক।
এই রিভিউ দেয়াটা যদি আমাদেরকে কোন এক্সপার্টে বসে করে দেয় আমাকে সাথে নিয়ে তবে সেই শেখাটা আরও বেটার হয়।
একটা লিস্ট বানিয়ে দিই সবাইকে দেখেন তো শেখা যায় কিনা।
– প্রতিদিন ৩০ মিনিট শিখুন।
– প্রতিদিন ঐ ৩০ মিনিটের কাজটা আবার হাতে কলমে ৩০ মিনিট প্রয়োগ করুন।
– দিনের হিসাব দিনেই করুন, হোক সেটা লাভ বা লস।
– সপ্তাহে একদিন সব কাজের রিভিউ করুন।কোন ইস্যু কাজ করলো আর কোনটা কাজ করলোনা ফাইন্ড আউট করুন
– প্রতি মাসেই একটা স্কিল ভালো করে শিখুন।
মনে রাখবেন, কাজ করতে করতেই শেখা, এভাবেই ব্যবসা টিকে থাকে, আর বড় হয়।এছাড়া পথে নামলে পথই আসলে পথটা চিনিয়ে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *