Samsung Galaxy S20 Ultra

ক্যামেরার দিক থেকে সেরা কিছু স্মার্টফোন পর্ব-০২

একসময় মোবাইল ফোন শুধু যোগাযোগের কাজেই ব্যবহার করা হলেও সময়ের বিবর্তনে মোবাইল
ফোনের কাজের পরিধি এখন অনেক বেড়েছে।
মোবাইল কিন্তু এখন আর শুধু কথা বলার মাধ্যম নেই, এখন একটা এন্ড্রয়েড মোবাইল মানেই পুরো
বিশ্বের সব কিছুকে জানার সুযোগ।
এখন হাতের কাছে থাকা স্মার্টফোন দিয়েই অনেক প্রয়োজনীয় কাজই সেরে নেয়া যায়।
যেমনঃ স্মার্টফোন ব্যবহার করে ছবি তোলা।
এবারের পর্বে আমি আপনাদের সাথে বেশ কিছু ভালো ক্যামেরা ওয়ালা মোবাইল
ফোনের পরিচয় করিয়ে দিব।
আজকের আলোচায় থাকছে- Huawei P40 Pro
সেরা ক্যামেরা ফোন এর কথা বললে সবার আগে নাম আসে Huawei P40 Pro এর।
এই ফোনটির ক্যামেরা এক কথায় অসাধারণ। দারুণ সব ফটো ক্যাপচার করা যাবে এই স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে।

হুয়াওয়ের এই স্মার্টফোন মোবাইল ফটোগ্রাফিকে এক অন্য লেভেলে নিয়ে গিয়েছে।

Huawei P40 Pro এর পিছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ।
এতে রয়েছে একটি এফ/১.৯ অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স,
একটি এফ/৩.৪ অ্যাপারচারের ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, একটি এফ/১.৮
অ্যাপারচারের ৪০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ToF 3D ডেপ্ত-সেন্সিং লেন্স।

স্মার্টফোনটি দিয়ে লো-লাইটে অসাধারণ সব ফটো ক্যাপচার করা যাবে। পাশাপাশি

এর ‘পেরিস্কোপ’ টেলিফোটো লেন্স দিয়ে অপটিক্যালভাবে চমৎকার জুম-ইন শট নেওয়া যাবে।
ফোনটিতে ৫x অপটিক্যাল জুম ছাড়াও থাকছে ৫০x ডিজিটাল জুম ব্যবহারের সুবিধা।

অন্যান্য স্মার্টফোন যেখানে ট্রেডিশনাল RGB (red green blue) সেন্সর ব্যবহার করে

সেখানে এই স্মার্টফোন RYYB (red yellow yellow blue) সেন্সর ব্যবহার করে। ফলে এটি দিয়ে তোলা ছবিতে পর্যাপ্ত ডিটেইলস পাওয়া যাবে।

স্মার্টফোনটিতে ToF লেন্স থাকায় পোট্রেট মোডেও ভালো ফটো তোলা যাবে। স্মার্টফোনটির

ক্যামেরা দিয়ে ৬০ ফ্রেম রেটে ৪কে ভিডিও ক্যাপচার করা যাবে।

সেলফি তোলার জন্য ফোনটির সামনে রয়েছে এফ/২.২ অ্যাপারচারের ৩২ মেগাপিক্সেল

লেন্স এবং একটি ToF 3D ডেপ্ত-সেন্সিং লেন্স। এই স্মার্টফোন দিয়ে তোলা সেলফিতেও পর্যাপ্ত ডিটেইলস পাওয়া যাবে।
হুয়াওয়ের পি৪০ প্রো ২০১৮ সালের ফ্ল্যাগশীপ ফোন পি৩০ প্রো কে রিপ্লেস করে, যা এখনও একটি দুর্দান্ত ক্যামেরা ফোন।
তবে পি৪০ প্রো ফোনটির একমাত্র নেতিবাচক দিক হলো এতে গুগলের প্লে সার্ভিস নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *