ক্যারিয়ার গাইডলাইন Day – 04

ক্যারিয়ার গাইডলাইন
Day – 04
এই সিরিজ নিয়ে ২০২৬ থেকে পুরোপুরি কাজ করার ইচ্ছে ছিলো কিন্তু আমি বছরের শেষ কোয়ার্টারটাই কাজে লাগাতে চাইলাম।তাই এটা নিয়ে এখন থেকেই একটু ধারনা দিতে চাইছি।
ক্যারিয়ার প্ল্যানিং এর ব্যাপার টা মুলত আপেক্ষিত এবং অনেকটা ঐ শিকল দিয়ে হাতিকে বেঁধে রাখার মতই।
একটু খুলে বলি- একটা চিড়িয়াখানায়,একজন বাবা তারা ছেলেকে নিয়ে গেছেন।একটা বড় হাতিকে শিকল দিয়ে বাঁধা দেখে, ছেলেটি প্রশ্ন করলো- বাবা, এই শিকল তো হাতিটা চাইলেই ছিড়েখুঁড়ে বেরিয়ে যেতে পারে কিন্তু ও যাচ্ছেনা কেন?
বাবা উত্তর দিলেন, আসলে ঐ হাতিটার জন্মের পর থেকেই ওকে এইভাবে বেঁধে রাখা হয়েছে।তখন হাতিটার এই শিকল ছেড়ে যাবার শক্তি বা ক্ষমতা ছিলোনা তাই ও পারেনি আর সেই ব্যাপার টা এখনো হাতিটার মাথায় আছে।
হাতিটা ভাবে,এখনো ওর ক্ষমতা নেই ঐ শিকল ছিঁড়ে বেরিয়ে আসার।এইজন্যই ও এখনো এভাবে থাকে।ঠিক যেমন করে আমাদের জীবনে,সেই ছোটবেলা থেকেই আমরা অন্যের দ্বারা প্রভাবিত হতে হতে কিছু মুখস্থ বুলি শিখি আমাদের লাইফ বা ক্যারিয়ার গোল নিয়ে।
সবাই ভাবে, ক্যারিয়ার গোল আর যাই হোক- ডাক্তার, ইঞ্জিনিয়ার, বি সি এস ক্যাডার, গ্রাজুয়েশন কম্পিলিট করার বাইরে আর কিছুই নয়।কিন্তু এর বাইরের জগতটা আমাদের কাছে আজও অজানা রয়েই গেছে, আমরা চাইলেও আর এখান থেকে বের হতে পারিনা।
এখন ৪র্থ শিল্পবিপ্লব ঘটছে সারা বিশ্বের বুকেই।এখন আর সার্টিফিকেট নির্ভর শিক্ষার কোন মুল্য নেই।সবাই এখন CBT তে বিশ্বাস করে।
CBT হলো- Competency Based Training. এই শিক্ষা ব্যাবস্থাতে ১০০ এর মধ্যে ৯৯ পেলেও পাস নন কেউ। ১০০ তে ১০০ ই তাকে পেতে হবে।
ব্যাপার টা হলো- প্র্যাক্টিক্যাল নলেজ বেইজ লেখাপড়া।আপনাকে কাজ দেয়া হবে,আপনাকে পারতে হবে।পারলে পাস নইলে ফেল।
এসব নিয়ে আমি ভিডিও বানাবো এবং এই সিরিজে আপনাদের সাথে আলোচনা করবো।তাই আমার বক্তব্য হলো- ক্যারিয়ার নিয়ে যেটাই ভাবুন না কেন, আগে নিজের মাইন্ডসেট ঠিক করুন।হাতির অবস্থা থেকে বেরিয়ে আসুন।
First Step, Fix your Mindset.
ভালো লাগলে এই লেখা শেয়ার করবেন,নিজের টাইমলাইনে রাখলে কিংবা আপনার বাচ্চাকে কিংবা আপনার পরিবারের কাউকে শেখাতে অবশ্যই এই সিরিজ কাজে দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *