আমাদের খুব প্রচলিত এবং চেনা কিছু বাক্যের মধ্যে একটা হলো- “One idea can change your life”.
হ্যাঁ এটা সঠিক কিন্তু আমরা অনেকেই এটার সঠিক বাস্তবায়ন দেখতে পাইনা,কিন্তু কেন পাইনা জানেন?কারন হলো- ” আমরা একটা আইডিয়া নিয়ে বসে থাকিনা,আমরা সব সময় অপশন রাখতে ব্যাস্ত হয়ে পড়ি।”
আমাদের কি করা উচিত
আমাদের উচিত- “একটা সময়ে একটা আইডিয়া বের করা এবং সেটি নিয়ে কাজ করা।”
আপনার যদি একটাই আইডিয়া থাকে,তাহলে সেই আইডিয়াকে বাস্তবায়ন করেই আপনার স্বপ্ন পূরণ করার চেষ্টা করতে হবে।
আপনার ব্রেইন,চিন্তাভাবনা, মাসল,নার্ভ সবকিছুকেই ঐ আইডিয়া বাস্তবায়নের সাথে রিলেট করতে হবে।আপনার চোখের পাতাও যেন ঐ আইডিয়া নিয়েই কেবল কাজ করতে পারে,এমনভাবেই নিজেকে তৈরি করুন।
একটা আইডিয়াকে বাস্তবায়ন করতে পারলেই দেখবেন আসলেই- ” One idea can change your life”. কথাটা সত্য এবং সুন্দর।