ক্যারিয়ার হিসাবে নিচের কাজগুলিকে বেছে নিতে চাইলে আবার ভাবুন

বাস্তব জীবনে আমি সৎ পথে উপার্জিত কোন কাজকেই ছোটকরে দেখিনা। একইসাথে ফ্রিল্যান্সিং সেক্টরেও কোন কাজই ছোট না, যে যেটা দিয়ে ইনকাম করছেন সেটাই তার কাছে সব থেকে বড় কাজ। য়ামাদের জীবনের সবচেয়ে বড় কাজ হলো- আপনি নিজে যে কাজটা করছেন,সেটাতে আপনি নিজে সন্তুষ্ট কিনা সেটাই বড় কথা।
হঠাত করেই আজ এই সেক্টরের কাজ নিয়ে লেখার একটা আশংকার কথা হচ্ছে, বর্তমানে ফ্রিল্যান্সিং সেক্টর একটা ক্রান্তিকাল পার করছে। কারন অনেক কাজই AI (Artificial intelligence) দ্বারা আস্তে আস্তে রিপ্লেস করা শুরু হয়েছে। সামনের কয়েক বছরে ফ্রিল্যান্সিং সেক্টরের অনেক কাজের আর অস্তিত্ব থাকবে না বা চাহিদা অনেক কমে যাবে। কাজেই যারা ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন তাদেরকে বলবো ভাল করে রিসার্চ করেন, এমন কাজ বেছে নিন যেটার চাহিদা ভবিষ্যতে অনেক দিন ভালভাবে থাকবে।
হুট করেই কোন চড়কদার বিজ্ঞাপনের বলি হয়ে নিজের ক্যারিয়ারকে হুমকিতে ফেলেন না।
যেসকল কাজগুলির অস্তিত্ব বিলীন হচ্ছে আস্তে আস্তেই-
Typing
Data Entry
Web Research
Customer Service

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *