যেসকল কারনে অন্যদের চেয়ে আর্থিক স্বচ্ছলতায় পিছিয়ে থাকবেন আপনি – (পর্ব-০৭)
আপনার কাজের জন্য বা পড়াশুনার জন্য কোনও এ্যাপ এর পেইড ভার্সন যদি কেনেন তাহলে সমস্যা নেই। কারণ, এগুলো কিনলে আপনার কাজ ও পড়াশুনার সুবিধা হবে এবং এই টাকা সত্যিকার কাজে লাগবে।তবে অবশ্যই রমরমা বিজ্ঞাপনে মজে যেয়ে কিনবেন না।ট্রাষ্টেড জায়গা থেকে কিনবেন।
বাংকাদেশের এমন অনেক নামকরা প্রতিষ্ঠান এই কাজ করে,বাস্তবে তাদের পেইড ভার্সনে এমন কিছু নেই (পরীক্ষিত)।
কিন্তু আপনি যদি গেমের লাইফ কিনতে বা নেটফ্লিক্স এর প্যাকেজ কিনতে (নেটফ্লিক্স এর সবকিছুই টরেন্ট এ ফ্রি পাওয়া যায়) – হাজার হাজার টাকা খরচ করেন – তবে বলতে হবে আপনি টাকা নষ্ট করছেন।
অনেকের কাছেই হয়তো এই টাকা খুব কম – কিন্তু এর ফলে যে বাজে অভ্যাস গড়ে উঠছে – তা আপনাকে ভবিষ্যতে ভোগাবে।
আর আপনি যদি ছাত্র হয়ে থাকেন, তাহলে তো রীতিমত নিজের ওপর অন্যায় করছেন।
গেম খেলতে বা সিরিজ/সিনেমা দেখতে চাইলে প্রচুর ফ্রি উপায় আছে – যেগুলো ব্যবহার করে সারাজীবনেও শেষ করতে পারবেন না।
কাজেই, বিনোদনের পেছনে টাকা অপব্যায় না করে সেই টাকা দিয়ে প্রোডাক্টিভ কিছু করুন।বিনোদনের মাধ্যম যেন সঠিক হয়।