Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
মুঠোফোনের ব্যাটারি ও ডেটা খরচ করা অ্যাপগুলো শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি। প্রতিষ্ঠানটির তথ্যমতে, বিভিন্ন সেবার প্রলোভন দেখানোয় অনেকেই অ্যাপগুলো নামিয়ে থাকেন।
মুঠোফোনে প্রবেশের পরপরই গোপনে বিভিন্ন ওয়েবসাইট চালু করে বিজ্ঞাপনে ক্লিক করতে বাধ্য করে অ্যাপগুলো। শুধু তা–ই নয়, ওয়েবসাইটগুলোতে নিয়মিত বিভিন্ন তথ্য বিনিময়ও করে। ফলে ব্যাটারি খরচ হওয়ার পাশাপাশি ইন্টারনেট ডেটা কমে যায়।
প্লে স্টোর থেকে মুছে ফেলার আগে অ্যাপগুলো দুই কোটির বেশিবার নামানো হয়েছে। অ্যাপগুলো আপনার মুঠোফোনে আছে কি না, তা দেখে নিন।
ইনস্টাগ্রাম প্রোফাইল ডাউনলোডার, হাইস্পিড ক্যামেরা, স্মার্ট টাস্ক ম্যানেজার, ফ্ল্যাশলাইটপ্লাস, মেমোক্যালেন্ডার, এইটকে-ডিকশনারি, বুসানবাস, ফ্ল্যাশলাইট, কুইক নোট, কারেন্সি কনভার্টার, জয়কোড, ইজেডডিকা, ইজেড নোটস, ক্যান্ডলেনকমডটফ্ল্যাশলাইট, ডাবললাইনডটক্যালকুল ও ইমেজভল্ট ফ্ল্যাশলাইটপ্লাস।