Ummay Fatema Tuj Juhura
ম্যাডাম দেখি ফোন করেই বলে বাইরে আসেন।
ঘড়ির কাটায় রাত ১১ টা দেখে সৌভিক ঘাবড়ে গেলো বেশ।
এমন অভিজ্ঞতা নাই কিনা।
ও বাবা নিচে নেমেই চোখ আমার ছানা বড়া।
তিনি দেখি শাড়ি পরে এসেছেন।
সৌভিক- এই নিঝুম রাতেই কি আপনার হলো শাড়ি পরার শখ?
উম্মে- য়ারে ধুর মিয়া আপনার আওলা চুল আর সারা দিনের ক্লান্ত মুখে কি আজাইরা বক বক?
সৌভিক- তা যা বলেছেন তাতে উপায় আর নাই, এই চুল দাড়ি কাটার সময় নাই।
কিন্তু হঠাত আপনি এই সময়ে কেন আসলেন ?
উম্মে- এই কি ব্যাপার আপনি কি ভি আই পি হয়ে যাচ্ছে যে আসার জন্য টিকেট কাটতে হবে?
সৌভিক- আরে নাহ, কি যে বলেন।
আসলে দিনের আলোয় ব্যাস্ত জীবন ছুটছি সারা ক্ষন।
Madhurjo Marshad
– এদিকে আপনার সাথে আমাদের একলা সময় খুঁজে বেড়ায় মন।
সৌভিক- আচ্ছা তাহলে, আজকে না হয় পালটে ফেলি চেনা নিয়মের পথ।
চলুন শুরু করি যা নিয়ে আজ বলতে হবে।
Farhana Afroz Tonni
– শোন আজকে অনেক পিঠার অর্ডার ছিলো তাই ব্যাস্ততার জন্য তোকে ডাকা হয় নি।
এই নে খেয়ে নে আগে আর তারপরে আমাদের প্রশ্ন গুলির উত্তর দে।
সৌভিক- আচ্ছা আচ্ছা আমায় ডাকলেই হবে আপু।
আমি আজীবন রাজী এই কাজের জন্য।
বলো তাহলে কার কি জানার আছে।
Sunjida Hossain Lima
– আমার পোষ্ট গুলা উই বা ডি এস বিতে করছি ঠিক ই কিন্তু সেভাবে লাইক, কমেন্ট পড়ছে না, কারন কি?
সৌভিক- আপু তোমার কতগুলা ফ্রেন্ড উই তে আর ডি এস বিতে আছে?
লিমা- তা ধর ৭০ টা।
সৌভিক- ধরো তুমি প্রথমেই যখন একটা পোষ্ট করবে গ্রুপে তখন এই ৭০ জনের কাছে তোমার পোষ্ট করার নোটিফিকেশন যাবে।
সৌভিক- ধর বন্ধু এই ৭০ জনের মধ্যে ৪০ জন ই আপুর পোষ্ট এ রিয়াক্ট বা কমেন্ট করেছে তাহলেই সেটা পরের ধাপে যাবে।
Nadira Rahman Dipu
– মানে কি?
সৌভিক- মানে হলো ফেসবুক রোবট যখন দেখবে আপনার পোষ্টের Engagement ৫০% এর বেশি। তখন ফেসবুক নিজেই সেটা কে পলিউট করবে।
অন্যথায় করবে না।
Lipika Talukder
– আমার পেইজে আমার ফ্রেন্ড যারা আছে তারা ও সব পোষ্ট দেখিতে পারছে না।
কারন কি?
সৌভিক- কারন হলো আপনাত ফ্রেন্ড রা সবাই এখনো লাইক দেয় নি।
Ankhi Dutta
– ধরুন যারা লাইক দিয়েছে তারা পাবেন?
সৌভিক- হুম পাবেন, কিন্তু ব্যাপার টা হলো যখন পোষ্ট টা করছেন তখন ওনারা একটিভ কিনা?
ধরুন আপনার পোষ্ট টা বেলা ১২ টায় করা।
উনি বেলা ৩ টায় ঢুকলেন।
তাহলে এর মাঝে ওনার লাইক দেয়া যত পোষ্ট আছে সেগুলাই সিরিয়াল বাই ওনার ওয়ালে আসবে।
Priyanka Basak
– তাহলে তো আমার টা সবার নিচে ও যেতে পারে।
সৌভিক- হ্যাঁ তা তো বটেই।
কিন্তু যদি Follow option এ গিয়ে Default এর জায়গায় See First করে দেয়া হয় তাহলেই সে আপনার টা সবার আগে পাবে।
Tasnem Binte Mahbub
– তাহলে কি সবাই কে লাইক ও দিতে বলতে হবে আবার সাথে এই গুলা ও?
সৌভিক- নাহ আপনার কন্টেন্ট এমন ভাবে দিবেন যেন সবাই এটা করতে বাধ্য হয়।
যেমন আমার তো
N Sayem
ভাই এর পোষ্ট see first করা।
উনি পোষ্ট করলেই আমি আমার টাইম লাইনে আগে পায়।
Abid Arman
তাহলে মুল ব্যাপার কি দাঁড়ালো ভাই?
Yemeni Ibnul
– কমিউনিটি আর নেটওয়ার্ক টা বাড়াতে হবে।
সৌভিক- হ্যাঁ ভাই অনলাইনে বিজনেস করতে গেলে ফেস ভ্যালূ আর এই কন্টেন্ট কোয়ালিটি, সাথে কমিউনিটি টা বাড়াতে হবে।
সৌভিক
কাজ করছি লগো, ডোমেইন, হোষ্টিং,বুষ্টিং, ওয়েব সাইট ও ফেসবুক পেইজ নিয়ে।
ফাউন্ডার এন্ড সি ই ও- আই সি টি কেয়ার / ICT CARE