গ্রুপে কিংবা পেইজে কেন আমার পোষ্ট সবাই দেখছে না?

Ummay Fatema Tuj Juhura

ম্যাডাম দেখি ফোন করেই বলে বাইরে আসেন।

ঘড়ির কাটায় রাত ১১ টা দেখে সৌভিক ঘাবড়ে গেলো বেশ।
এমন অভিজ্ঞতা নাই কিনা।
ও বাবা নিচে নেমেই চোখ আমার ছানা বড়া।
তিনি দেখি শাড়ি পরে এসেছেন।
সৌভিক- এই নিঝুম রাতেই কি আপনার হলো শাড়ি পরার শখ?
উম্মে- য়ারে ধুর মিয়া আপনার আওলা চুল আর সারা দিনের ক্লান্ত মুখে কি আজাইরা বক বক?
সৌভিক- তা যা বলেছেন তাতে উপায় আর নাই, এই চুল দাড়ি কাটার সময় নাই।
কিন্তু হঠাত আপনি এই সময়ে কেন আসলেন ?
উম্মে- এই কি ব্যাপার আপনি কি ভি আই পি হয়ে যাচ্ছে যে আসার জন্য টিকেট কাটতে হবে?
সৌভিক- আরে নাহ, কি যে বলেন।
আসলে দিনের আলোয় ব্যাস্ত জীবন ছুটছি সারা ক্ষন।
Madhurjo Marshad

– এদিকে আপনার সাথে আমাদের একলা সময় খুঁজে বেড়ায় মন।

সৌভিক- আচ্ছা তাহলে, আজকে না হয় পালটে ফেলি চেনা নিয়মের পথ।
চলুন শুরু করি যা নিয়ে আজ বলতে হবে।
Farhana Afroz Tonni

– শোন আজকে অনেক পিঠার অর্ডার ছিলো তাই ব্যাস্ততার জন্য তোকে ডাকা হয় নি।

এই নে খেয়ে নে আগে আর তারপরে আমাদের প্রশ্ন গুলির উত্তর দে।
সৌভিক- আচ্ছা আচ্ছা আমায় ডাকলেই হবে আপু।
আমি আজীবন রাজী এই কাজের জন্য।
বলো তাহলে কার কি জানার আছে।
Sunjida Hossain Lima

– আমার পোষ্ট গুলা উই বা ডি এস বিতে করছি ঠিক ই কিন্তু সেভাবে লাইক, কমেন্ট পড়ছে না, কারন কি?

সৌভিক- আপু তোমার কতগুলা ফ্রেন্ড উই তে আর ডি এস বিতে আছে?
লিমা- তা ধর ৭০ টা।
সৌভিক- ধরো তুমি প্রথমেই যখন একটা পোষ্ট করবে গ্রুপে তখন এই ৭০ জনের কাছে তোমার পোষ্ট করার নোটিফিকেশন যাবে।
Marifa Mukta

তারপরে?

সৌভিক- ধর বন্ধু এই ৭০ জনের মধ্যে ৪০ জন ই আপুর পোষ্ট এ রিয়াক্ট বা কমেন্ট করেছে তাহলেই সেটা পরের ধাপে যাবে।
Nadira Rahman Dipu

– মানে কি?

সৌভিক- মানে হলো ফেসবুক রোবট যখন দেখবে আপনার পোষ্টের Engagement ৫০% এর বেশি। তখন ফেসবুক নিজেই সেটা কে পলিউট করবে।
অন্যথায় করবে না।
Lipika Talukder

– আমার পেইজে আমার ফ্রেন্ড যারা আছে তারা ও সব পোষ্ট দেখিতে পারছে না।

কারন কি?
সৌভিক- কারন হলো আপনাত ফ্রেন্ড রা সবাই এখনো লাইক দেয় নি।
Ankhi Dutta

– ধরুন যারা লাইক দিয়েছে তারা পাবেন?

সৌভিক- হুম পাবেন, কিন্তু ব্যাপার টা হলো যখন পোষ্ট টা করছেন তখন ওনারা একটিভ কিনা?
ধরুন আপনার পোষ্ট টা বেলা ১২ টায় করা।
উনি বেলা ৩ টায় ঢুকলেন।
তাহলে এর মাঝে ওনার লাইক দেয়া যত পোষ্ট আছে সেগুলাই সিরিয়াল বাই ওনার ওয়ালে আসবে।
Priyanka Basak

– তাহলে তো আমার টা সবার নিচে ও যেতে পারে।

সৌভিক- হ্যাঁ তা তো বটেই।
কিন্তু যদি Follow option এ গিয়ে Default এর জায়গায় See First করে দেয়া হয় তাহলেই সে আপনার টা সবার আগে পাবে।
Tasnem Binte Mahbub

– তাহলে কি সবাই কে লাইক ও দিতে বলতে হবে আবার সাথে এই গুলা ও?

সৌভিক- নাহ আপনার কন্টেন্ট এমন ভাবে দিবেন যেন সবাই এটা করতে বাধ্য হয়।
যেমন আমার তো

N Sayem

ভাই এর পোষ্ট see first করা।

উনি পোষ্ট করলেই আমি আমার টাইম লাইনে আগে পায়।
Abid Arman

তাহলে মুল ব্যাপার কি দাঁড়ালো ভাই?

Yemeni Ibnul

– কমিউনিটি আর নেটওয়ার্ক টা বাড়াতে হবে।

সৌভিক- হ্যাঁ ভাই অনলাইনে বিজনেস করতে গেলে ফেস ভ্যালূ আর এই কন্টেন্ট কোয়ালিটি, সাথে কমিউনিটি টা বাড়াতে হবে।
শুভ কামনা সবার জন্য।
সৌভিক
কাজ করছি লগো, ডোমেইন, হোষ্টিং,বুষ্টিং, ওয়েব সাইট ও ফেসবুক পেইজ নিয়ে।
ফাউন্ডার এন্ড সি ই ও- আই সি টি কেয়ার / ICT CARE

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *