ঘরে বসেই ক্যারিরার গড়তে পারি যেভাবে, সকল দিক নির্দেশনা- পর্ব ০১

বর্তমান সময়ে আমরা অনেকটাই অনলাইন নির্ভর এবং দিনে দিনে এই সংখ্যা বাড়বে বই কমবে না।এজন্য এখন ওয়ার্ক ফ্রম হোম কিংবা রিমোর্ট জবের সুযোগও বেশি,পাশাপাশি আমরাও এখন ঘরে বসে অনলাইনে কাজ করে প্রচলিত চাকরির চেয়েও কয়েক গুণ বেশি উপার্জন করতে পারি।
আমাকে এমন প্রশ্নের উত্তর প্রায়ই দিতে হয়,সেটা ক্লাস,ক্যাম্পাস কিংবা মোবাইল ফোন বা ইনবক্সেও।কেননা আমার নিজের ট্রাক এটা নিয়েই।এজন্য ভাবলাম আমি যদি ধারাবাহিকভাবে এই সেক্টর নিয়ে লিখতে থাকি তাহলে উপকার হবে অনেকেরই।ইচ্ছা আছে কিছু ভিডিও বানানোর।
অনলাইনে প্রচুর কাজের সুযোগ রয়েছে। আজকে আমরা মুলত সেই কাজগুলির নাম সমপর্কেই জানতে চেষ্টা করবো,আস্তে আস্তে আমরা এক একটি কাজ নিয়ে পর্ব ভিত্তিক জানবো ইনশাআল্লাহ।
সবার আগে আমরা মুলত জেনে নিতে চাই যে- অনলাইন জীবিকা কি

ইন্টারনেটের সাহায্যে বাড়িতে কিংবা নিজের ইচ্ছামত প্লেসে বসেই কম্পিউটার, ল্যাপটপ বা অন্যান্য ডিভাইস এর মাধ্যমে কোনো কোম্পানি বা ইন্ডিভিজুয়াল ব্যক্তির কাজ করাকে অনলাইন জীবিকা বলে।

এই সংজ্ঞাকে আপনি চাইলেই আপনার পছন্দমত ব্যাখা করে নিতে পারেন কিন্তু মুল ভাব মুলত একই থাকবে।
বিগত সময়ের সেরা কিছু কাজ-
  • Graphic Design
  • Web Design
  • Video editing
  • Sound design
  • SEO
  • Programming
  • Photography
  • Search Engine Evaluator
  • অনলাইন টিউটর
  • সোশ্যাল মিডিয়া ম্যানেজার
  • Freelance Writer
  • Transcriptionist
  • অনলাইন ডাটা এন্ট্রি
  • Sell items on Amazon, Flipkart
  • virtual assistant work
  • online reselling
  • Content Developer
  • Admin
  • Company Assistant
তালিকা করলে সংখ্যাটা অনেক হবে,কিন্তু আমি সেই তালিকায় না যেয়ে বরং চেষ্টা করবো বিস্তারিত লিখতে সবগুলি নিয়ে।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং ও সফটওয়্যার ডেভলপমেন্ট নিয়ে।
আমার পেজ- ICT CARE-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *