বর্তমান বাংলাদেশে যেভাবে মৌলিক চাহিদার জন্য প্রয়োজনীয় সকল দ্রব্যের মুল্য বেড়ে চলেছে সেখানে সত্যিই কঠিন কাজ হলো নিজেকে টিকিয়ে রাখা।
আমরা অনেকেই এই টিকিয়ে রাখার জন্য মানসিক সাপোর্টই না পাইনা,সেখানে অর্থনৈতিক সাপোর্ট তো আরো অনেক দুরের বাতিঘর।
এজন্য এই সময়ে আমার মনে হলো- এই টপিকে কন্টেন্ট লেখা দরকার।
নিজের ইগো নয়, বরং নিজের বিবেকের সাথে সন্ধি করুন
যারা নিয়োগকর্তা তারা ভাল করেই জানেন যে নামী দামী ডিগ্রি থাকলেই একজন ভাল কর্মচারী হয় না,ইনফ্যাক্ট আমার অফিসের কোন মানুষকেই আমি ডিগ্রী দেখে চাকুরীতে জয়েন করাইয় না,আমি সব সময়েই কাজের কোয়ালিটিতে ফোকাস করি।
অনেক সময় স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে পাশ করা গ্রাজুয়েটরা অন্যান্য সাদামাটা গ্রাজুয়েটদের তুলনায় তেমন কোন চমক করে দেখাতে পারেনা। যদি আপনি সদ্য চাকুরী বাজারে প্রবেশ করে থাকেন তাহলে শুরুতেই উচ্চ বেতন নিয়ে নিয়োগকর্তাদের সাথে দর কষাকষি না করাই উত্তম যদিও হয়ত আপনার ব্যাকগ্রাউন্ড বলে যে আপনি উচ্চ বেতন পাওয়ার যোগ্য দাবিদার।
যদি আপনি ফিল্ডে নেমে বাজিমাত করতে পারবেন বলে নিয়োগ কর্তা ভেবে থাকেন বা এমন কিছু সত্যিই দেখেন তাহলে তিনি অবশ্যই আপনাকে তেমন স্যালারি অফার করবে নিজে থেকেই।
প্রথম চাকুরীকে মনে করুন বিশ্ববিদ্যালয়ের কোন ইন্টার্নশিপ কোর্স হিসেবে যা আপনাকে কাজের বিনিময়ে কিছু অর্থও দিয়ে থাকে।একইসাথে আপনি নিজেকে দক্ষ করার ও অফিস এনভাইরনমেন্ট ব্যাবহার করার সুযোগ পাবেন।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং ও সফটওয়্যার ডেভলপমেন্ট নিয়ে।
আমার পেজ- ICT CARE