চায়ের দোকানে মার্কেটিং শেখা!

কমার্স ডিপার্টমেন্টের কয়েকজন ছাত্র চায়ের দোকানে বসে গভীর আলোচনা করছিল — বিষয়টা সিরিয়াস, মার্কেটিং!
আলোচনার ফাঁকে এক বয়স্ক ভদ্রলোক চা হাতে পাশে দাঁড়িয়ে ছিল, মুখে মুচকি হাসি।
একসময় তিনি আর থাকতে না পেরে বললেন,
— “বাবারা, এত কষ্ট করে মার্কেটিং বুঝতে হবে না, আমি ২ মিনিটে বোঝাই!”
ছাত্ররা অবাক হয়ে তাকাল, “ভদ্রলোক কি আসলেই পারবে?”
ভদ্রলোক শুরু করলেন…
ধরো, তুমি একটা বিয়ের দাওয়াতে গেছ।
সেখানে গিয়ে এক অসাধারণ সুন্দরী মেয়েকে দেখলে।
✅ তুমি গিয়ে বললে: “আমি ধনী, শিক্ষিত, সুশীল। তুমি কি আমাকে বিয়ে করবে?”
👉 এটাকেই বলে ডাইরেক্ট মার্কেটিং।
✅ তুমি কিছু না বলে, তোমার বন্ধু মেয়েটিকে দেখিয়ে বলল:
“দ্যাখ, ওই যে আমার বন্ধু — ধনী, শিক্ষিত, সুশীল! বিয়ে করবা?”
👉 এটাকে বলে বিজ্ঞাপন (Advertising)।
✅ মেয়েটি নিজেই এগিয়ে এসে বলল:
“শুনেছি আপনি ধনী, শিক্ষিত, সুশীল — আপনি কি আমাকে বিয়ে করবেন?”
👉 এটাকে বলে ব্র্যান্ড ভ্যালু।
✅ তুমি সাহস করে প্রপোজ করলে, মেয়েটি বলল:
“দুঃখিত, আমি বিবাহিতা।”
👉 এটাকে বলে ডিম্যান্ড-সাপ্লাই গ্যাপ।
✅ তুমি কিছু বলার আগেই আরেকজন ছুটে এসে তাকে প্রপোজ করল, মেয়েটি হ্যাঁ বলল আর চলে গেল।
👉 এটাকে বলে কম্পিটিশন।
✅ বিয়ে হলো, বছর ঘুরতেই একটা ফুটফুটে সন্তান জন্ম নিল।
👉 এটাকে বলে উৎপাদন (Production)।
✅ তুমি মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিতেই সে তোমার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল!
👉 এটাকে বলে কাস্টমার ফিডব্যাক।
✅ তুমি মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিচ্ছিলে, এমন সময় তোমার স্ত্রী এসে হাজির!
👉 এটাকে বলে নতুন মার্কেটে ঢোকার ঝুঁকি (Risk of entering a new market)।
ছাত্ররা হা করে তাকিয়ে রইল…
এক কাপ চায়ের মধ্যে জীবনের সবচেয়ে জটিল টপিকটাই যে এভাবে বোঝানো যায়, তা কেউ ভাবেইনি! 😅☕
মার্কেটিং বুঝতে ক্লাস না, চায়ের দোকানই যথেষ্ট… 😉
নোট- কোথাও যেন এই পোস্ট টা পড়েছিলাম,আমি এটাকে সাজিয়ে নিয়েছি।যার মাথা থেকে আইডিয়া এসেছে ওনাকে স্যালুট দেয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *