তোমার ডানাগুলো আগেই তৈরি।তোমাকে শুধু উড়তে হবে।
সব সম্ভাবনা, শক্তি আর সক্ষমতা তোমার ভেতরেই আছে।
অনেক সময় আমরা ভাবি — এখনও প্রস্তুত নই, আরও সময় চাই, আরও সুযোগ চাই।
কিন্তু বাস্তবতা হলো, তুমি তৈরি হয়েই এসেছো।নিজের উপর বিশ্বাস রাখো, ভয় ভেঙে এগিয়ে যাও।কারণ, আকাশ কারও অনুমতির জন্য অপেক্ষা করে না।
তোমার সুযোগ, তোমার পথ — সবকিছু তোমার হাতেই।শুধু সাহস করে প্রথম ফ্লাইটটাই নিতে হবে।