যেকোন সম্পর্কের বেলাতেই আমাদের মাথায় রাখা উচিত-শুধু ভালোবাসা আর আবেগ দিয়ে সম্পর্ক চলেনা।সম্পর্কের মাঝে উপস্থিত থাকতে হয় সম্মান।একে অপরকে এবং একজন আর একজনের কাজকে সম্মান না করতে পারলে সম্পর্কে অবনতি হয়।
যে কাজগুলিতে খুব সতর্ক থাকা উচিত-
টিপস- যারা একান্তই মনে না রাখতে পারেন তারা, মোবাইলের পিন নাম্বার এই ডেটের হিসাবে দিতে পারেন তাহলে মুখস্থ হয়ে যাবে।
টিপস- অনেকেই এই দিন মানেই বাইরে ঘুরতে যাওয়া আর খাওয়াদাওয়া বোঝে। আমার কাছে মনে হয়,এই দিনটি শুধুই পরিবারের।বাড়িতেই হোম থিয়েটার করে মুভি দেখেন।নিজে একটু রান্না করুন কিংবা রান্নাঘরে স্ত্রীকে সাহায্য করুন।
ব্যাখা– চ্যাটবক্সে সবুজ বাতি জ্বলছে। এর মানে এই নয়, আপনার প্রিয়জন মুঠোফোন হাতে বসে আছেন বা অন্য কারও সঙ্গে কথা বলছেন।
টিপস- কেন যোগাযোগ করছে না আমার সঙ্গে? এ ধরনের প্রশ্ন ভুল–বোঝাবুঝির একটি বড় কারণ।তাই সরাসরি ফোন করুন কিংবা জানতে চান যে তিনি কোন কাজে ব্যাস্ত কিনা। তবে বারবার ফোন করাও ভালো নয়।
টিপস- সঙ্গীকে আগেই জানাতে হয় যে কে আপনার কেমন বন্ধু,তবে ওই যে স্বচ্ছতার একটা ব্যাপার আছেই।তাই সেটাকে মেনে চলুন।