মনযোগ ধরে রাখুন
পূর্ণ মনযোগ দিয়ে কাজ করার যখন দরকার হয়, তখন একসাথে দুই-তিনটি কাজ না করে একটি একটি করে কাজ করুন। এভাবে আপনি দ্রুত কাজ শেষ করতে পারবেন এবং মনযোগ ধরে রাখতে পারবেন। পূর্ণ মনযোগ থাকলে অতি জরুরি কাজগুলো আরো সাবলীল ও ভালভাবে সম্পন্ন করা যায়।
কাজের সূচনা করুন
একঘেঁয়েমি সবখানেই দেখা যায় এবং কর্মক্ষেত্রও এর বাইরে নয়। যা শুরু করা হয় না তা আর কখনও করা হয় না। যেসব কাজ চলে, সেগুলো চলতেই থাকে। প্রথম দেখায় হয়ত যে কাজগুলোকে বড়, জটিল বা অপছন্দনীয় বলে মনে হয়, সেগুলো কিন্তু শুরু করা গেলে ঝামেলা কমে যায়। কোন কাজ যদি অনেক বড় হয়, তাহলে তা কয়েকটি খন্ডে বিভক্ত করে এক এক করে তা সম্পন্ন করুন। এভাবে কঠিন ধাপগুলো সহজেই অতিক্রম করা যায়।
নিজেকে জানুন
নিজের এবং নিজের কাজ করার প্রক্রিয়া সম্পর্কে জানুন। বিজনেস ট্রিপ শেষ করে ফিরতি ফ্লাইটে প্লেনে বসেই কী আপনি আপনার জরুরি রিপোর্ট তৈরি করে নিতে পারবেন? সারা রাত কাজ করার পর পরের দিনের কাজে কী আপনি আপনার সর্বোচ্চটা দিতে পারবেন? যখন আপনার কাজের ব্যাপারে পূর্ণ উদ্যম থাকবে না, তখন উত্তম হল বিশ্রাম নেওয়া বা কাজে কিছুটা বিরতি দেওয়া। বিরতির পরে আপনি পূর্ণ উদ্যমে ভালভাবে কাজটি সম্পাদন করতে পারবেন।