Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
জীবনে অনেক মানুষের সাথেই কাজের সম্পর্ক হয়েছে আমার।ছাত্র tজীবন থেকে শুরু করে এই পর্যন্ত,আমি এই পরিচিত জনদের মধ্যে ৯৫% মানুষকেই গোছালোভাবে কাজ করতে দেখিনি।
সুন্দর করে গুছিয়ে কাজ করাটা যে একটা আর্ট,এটা তারা মানতেই নারাজ।এই গ্রুপেও অনেকেই আছেন,যারা একটিভ তারা সবাই প্রফেশনাল বলেই নিজেদের দাবি করেন কিন্তু নিজের কাজটা গুছিয়ে করতে দেখিনা।
যেকোন কিছু শিখতে চাওয়ার জন্য একটা আলাদা ক্ষুধা থাকতে হয় নিজের মধ্যে।সার্চ করা, পেপার ওয়ার্ক করা এগুলিও একটা আর্ট।কিন্তু আমি ম্যাক্সিমাম (বলা চলে) ৯৮% কন্টেন্ট দেখি গতানুগতিক।
একই পন্য অনেকেই সেল করবে,বিজনেস অনেকেই করবে কিন্ত সবার প্রোডাক্ট সেল হবেনা,কেউ এগিয়ে যাবে আর কেউ নিজের গোড়ামি,ত্যাড়ামি আর গাফিলতির জন্য পিছিয়ে যাবে।
আমার অফিস পরিচালনায় যদি আমি আমার মত ডেডিকেটেড ১০ টা মানুষ পেতাম,আমি নিশ্চিত যে আমি ১০০০ নারী উদ্যোক্তাকে বলে কয়ে স্কিলড করে ফেলতাম।এটা আমার কনফিডেন্স।
বর্তমানে পৃথিবীতে জ্ঞান কমেছে মারাত্বকহারে,আর যেহেতু ভবিষ্যৎ জেনারেশনের মায়েদের সাথেই আমার কাজকর্ম,সেখানে নিশ্চিত করেই বলতে পারি যে,ভবিষ্যৎ জেনারেশনের অবস্থা আরও খারাপ।
যেখানে মায়েরাই ফাঁকিবাজ, কাজের আর্ট বোঝেনা,শিক্ষা ও লেখাপড়ার গুরুত্ব বোঝেনা,নিজেকে স্কিলড করার প্রয়াস রাখেনা,সেখানে তাদের বাচ্চাদেরকে সঠিক গাইডলাইন টা কিভাবে দিবে?
সামনের পৃথিবীটা মাঝামাঝিদের জন্য নয়,এখানে টিকে থাকতে হলে- “হয় স্কিলড হতো হবে,নইলে ঝরে যেতে হবে”।
বইপড়া মুখস্থ কিছু শব্দ পড়ে এ প্লাস নিয়ে কিংবা একটা সার্টিফিকেট অর্জন করে,নিজের কাজ শেষ বলে দাবী করার দিন আর নেই।
আমাকে প্রশ্ন না করে যদি আপনি গ্রুপে সার্চ করে পড়তে পারেন,গুগলে সার্চ করে পড়তে পারেন,সেটার নোট লিখে রাখতে পারেন তাহলেই আপনার উন্নতি আসা সম্ভব।