এগুলো শুধু স্কিল না, বরং জীবন গড়ার অস্ত্র। প্রতিটা মানুষ—ছাত্র, পেশাজীবী, উদ্যোক্তা বা গৃহিণী—এই স্কিলগুলো জানলে জীবনের অনেক ঝামেলা সহজ হয়ে যাবে।

ড্রাইভিং শেখা (গাড়ি/বাইক)।

সাঁতার শেখা।

বাজেট তৈরি ও সঞ্চয়ের অভ্যাস।

ব্যাংকিং (অ্যাকাউন্ট খোলা, চেক লেখা, এটিএম ব্যবহার)।

মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি)।

সড়ক নিরাপত্তা ও ট্রাফিক রুল জানা।

সাইকেল মেরামতের বেসিক ধারণা।

নিজে রান্না করতে পারা (বেসিক কুকিং)।

ডিজিটাল টুলে দক্ষতা (Google Tools, Zoom, Canva)

টাইপিং দক্ষতা (বাংলা/ইংরেজি)।


বেসিক ভিডিও/ফটো এডিটিং (CapCut, VN, Canva)।


পাবলিক স্পিকিং বা আত্মবিশ্বাস নিয়ে কথা বলা।


দর কষাকষি ও নেগোশিয়েশন স্কিল।


মানসিক চাপ ব্যবস্থাপনা ও মাইন্ডফুলনেস।


প্রাথমিক চিকিৎসা (First Aid) জানার দক্ষতা।

মনে রাখুন: আজ যে স্কিলটি আপনি শিখছেন, কাল সেটিই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।