আমরা, প্রতিনিয়তই অফিসিয়াল কিংবা নন অফিসিয়াল কাজের জন্য ইমেইল ব্যবহার করে থাকি। মাঝে মাঝে আমাদের কাজের সূত্রে আমাদের একের অধিক মানুষকে একসাথে ইমেইল সেন্ড করতে হয়।
এজন্য ইমেইল- এর CC বা BCC এই অপশন ব্যবহার করে থাকি। এখন প্রশ্ন হলো, এই CC এবং BCC এর মধ্যে পার্থক্য কি?
CC এর পূর্ণরুপ হলো Carbon Copy এবং BCC এর পূর্ণরূপ হলো Blind Carbon Copy।উভয়ের কাজই প্রায় একই।
তবে, CC- তে রেখে কপি মেইল দেয়া হলে কতজনকে মেইল দেয়া হয়েছে তা সকলেই দেখতে পাবে, কিন্তু BCC – এর ক্ষেত্রে তা দেখা যায় না।
আবার অনেক সময় CC – তে রেখে মেইল করলে কেউ একজন যদি তার রিপ্লাই মেইল দেয় সেক্ষেত্রে তা সবার কাছেই চলে যাবে তবে BCC – তে এমন হবার কোনো ভয় থাকে না।