জেনে নিন, ই-মেইলে CC এবং BCC -এর কি পার্থক্য

👥 আমরা, প্রতিনিয়তই অফিসিয়াল কিংবা নন অফিসিয়াল কাজের জন্য ইমেইল ব্যবহার করে থাকি। মাঝে মাঝে আমাদের কাজের সূত্রে আমাদের একের অধিক মানুষকে একসাথে ইমেইল সেন্ড করতে হয়।
এজন্য ইমেইল- এর CC বা BCC এই অপশন ব্যবহার করে থাকি। এখন প্রশ্ন হলো, এই CC এবং BCC এর মধ্যে পার্থক্য কি?
📌 CC এর পূর্ণরুপ হলো Carbon Copy এবং BCC এর পূর্ণরূপ হলো Blind Carbon Copy।উভয়ের কাজই প্রায় একই।
তবে, CC- তে রেখে কপি মেইল দেয়া হলে কতজনকে মেইল দেয়া হয়েছে তা সকলেই দেখতে পাবে, কিন্তু BCC – এর ক্ষেত্রে তা দেখা যায় না।
আবার অনেক সময় CC – তে রেখে মেইল করলে কেউ একজন যদি তার রিপ্লাই মেইল দেয় সেক্ষেত্রে তা সবার কাছেই চলে যাবে তবে BCC – তে এমন হবার কোনো ভয় থাকে না।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *