আপনি যদি সত্যিই এগিয়ে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই ঝুঁকির সম্মুখীন হতে হবে। ঝুঁকি ব্যতিত এই পর্যন্ত বিশ্বের কোন ব্যবসাই সাফল্য অর্জন করতে পারে নাই। তবে তার মানে এই না যে আপনি ভয়ে পিছিয়ে যাবেন।
আপনি আপনার ব্যবসায় সাবধানতা অবলম্বন করে ঝুঁকি গুলো এড়াতে পারবেন। এটা মনে রাখবেন ঝুঁকি ব্যতিত সাফল্য একেবারেই অনিশ্চিত। তাই সবসময় নিজেকে প্রস্তুত রাখতে হবে যেকোন পরিস্থিতির জন্য।
আপনাকে কতটুকু ঝুঁকি নিতে হবে এবং আপনি কতটুকু এগিয়ে যাবেন এটা কোন মূখ্য প্রশ্ন না। আপনি যখন ব্যবসা শুরু করবেন তখন থেকেই ঝুঁকি আপনার সাথে সাথেই থাকবে। আর এতে যে ব্যর্থতা আসবে না তেমন নয়। তাই বলে পিছিয়ে যাওয়ার কথা মাথায় আনলে চলবেনা।
আপনাকে নিজের উপর আত্মবিশ্বাস রেখেই ঝুঁকি গুলোর মুখোমুখি হয়ে ব্যবসায় সাফল্য অর্জন করতে হবে।
সাফল্যময় ব্যাক্তিত্বের অধিকারী হওয়া প্রয়োজন- যা করতে পারি (শেষ পর্ব), এই সিরিজের শেষ কন্টেন্ট ছিলো এটা।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং ও সফটওয়্যার ডেভলপমেন্ট নিয়ে।
আমার পেজ- ICT CARE