টপিক- ই-কমার্স ওয়েবসাইট তৈরির বিস্তারিত নিয়মকানুন

সেশন-১.৩
ই কমার্স ওয়েবসাইট তৈরির ধাপসমুহ
কি নিয়ে ব্যবসা করবেন তা আশা করি আগেই ঠিক করে রেখেছেন।
ইতিমধ্যে নিশ্চয়ই ফেসবুকে পেজ খুলে ব্যবসা টাও শুরু করেছেন। এইবার আসি মূল কথায়, ই কমার্স ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন? প্রথমত, বলে রাখা ভাল, আপনি যদি চান একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপারের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করবেন তাহলে, এই ব্যাপারে খোঁজ নিয়ে তারপরে কাজ করুন।আগে সকল কথা জেনে নিন তার নিকট থেকে।
  • কেমন সাইট বানাতে চান
  • এটাতে খরচ কেমন আসবে
  • মেইনটেনেন্স চার্জ কেমন
  • পোষ্ট সার্ভিস (তৈরির পরে) কেমন হবে
  • ডোমেইন-হোষ্টিং নিয়ে
এগুলি ভালোভাবে জেনে নিয়ে তারপরে কাজ শুরু করবেন, তবে তার আগে কিছু বিষয় সম্পর্কে আপনার নিজেরও জ্ঞান থাকা লাগবে,তাই সেটা জানতে পরের কন্টেন্ট পড়ুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *