টপিক- ই-কমার্স ওয়েবসাইট তৈরির বিস্তারিত নিয়মকানুন

সেশন-১.৬
ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভলপমেন্ট- ২য় পর্ব
সিএমএস ব্যবহার করে সাইট তৈরির করার সময় কিছু বিষয়ে সর্তক থাকতে হবে। যেগুলি আমি নিচে আলোচনা করছি।
ওয়েবসাইট থিম
যে ওয়েব ডিজাইনারকে দিয়ে ওয়েবসাইট তৈরি করাবেন, তাকে জিজ্ঞাসা করে নিবেন যে সে ফ্রি থিম দিয়ে সাইট তৈরি করে দিবে নাকি পেইড। যদি পেইড থিম হয় তাহলে, কোথা থেকে কিনবে সেটা জেনে নিবেন।
সাধারণত, ওয়ার্ডপ্রেসের জন্য থিম কেনার জনপ্রিয় এবং ভাল সাইট হল থিম ফরেষ্ট। পেইড থিমের ক্ষেত্রে থিমফরেস্টের Purchase Code দিয়েছে কিনা এবং ভবিষ্যতে আপডেট পাবেন কিনা তা চেক করে নিবে (খুব বিশ্বস্ত হলে আপনি না নিলেও চলবে)
অনেক সময় প্রতারকরা, মাত্র ১৫০০ বা ৩,০০০ হাজার টাকায় ওয়েবসাইট বানানোর কথা বলে সাইট তৈরি করে দেয়। কিন্তু, তারা সাধারণত, Null বা GPL দিয়ে সাইট বানিয়ে দেয়। GPL এর ক্ষেত্রে কোন আপডেট পাওয়া যায় না ফলে ভবিষ্যতে সাইট ডাউন হয়ে যেতে পারে। আর Null হলে তো আপনি শেষ। ভাইরাস কিংবা অ্যাড স্ক্রিপ্ট যুক্ত থাকে এই ধরণের সাইটে। যেকোনো সময় সাইট হ্যাক হয়ে যেতে পারে কিংবা অযথা অ্যাডও দেখাতে পারে।
কি কি সুবিধা দিবে?
  • ওয়েব ডেভেলপার কি পরিমাণ কাস্টমাইজেশন করে দিবে?
  • গুগল সার্চ ইঞ্জিনে যুক্ত করে দেয়া ও বেসিক এস ই ও

    করে দিবে কিনা? দিলে চার্জ কেমন আসবে?

  • কত মাস সাপোর্ট দিবে?
  • আপনাকে মেইটেইন এবং প্রোডাক্ট আপলোড দেয়া শিখিয়ে দিবে কিনা ইত্যাদি।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *