সেশন- ১.১০
ডোমেইন নিয়ে বিস্তারিত (পর্ব-০৪)
ডোমেইন কিনতে কত টাকা লাগে, এবং কি কি লাগে।
ডোমেইনের সবগুলি বিষয় নিয়ে আমি ধিরে ধিরে আপনাদের কাছে পোষ্ট করছি। দেখে ভালো লাগছে যে আপনারা আমার পোষ্টে অনেক সাড়া দিচ্ছেন আর অনেকের উপকারে আসছে।তবে নিয়মিত পড়ুয়া মানুষের সংখ্যা ৫০ জন হলেও ভালো লাগতো।
ডোমেইন নিয়ে পোষ্ট করার পরে অনেকেই যে প্রশ্ন গুলি কমন করছেন কমেন্টে কিংবা ইনবক্সে তাদের জন্য এই পোষ্ট টি।
ডোমেইন কিনতে কি কি লাগে?
ডোমেইন কিনতে চাইলে যারা ডোমেইন সার্ভিস প্রদান করেন তাদের নিকট আপনাকে যা যা দিতে হবে-
-
আপনার নাম
-
যে নামে ডোমেইন কিনতে চাইছেন (উদ্যোগ, বিজনেস বা পেজ) সেই নামের স্পেলিং সহ নাম।
-
একটি ইমেল এড্রেস যেখানে আপনার সকল এক্সেস দিয়ে দিবে কোম্পানি।
-
একটিভ মোবাইল নাম্বার,যেখানে কনফার্মেশন কোড যাবে
-
যত টাকার প্যাকেজ সুবিধা নিচ্ছেন সেটি কোম্পানি যে মাধ্যমে চাইবেন সেটি।
ডোমেইন কিনতে কত টাকা লাগে?
আমার আগের পোষ্টে ও আমি উল্লেখ করেছি ডোমেইন সার্ভিস কোম্পানির সার্ভার ও তাদের সার্ভিস কোয়ালিটি বুঝে ১০-১৩ ডলার মত লাগবে বাংলা টাকায় ৯০০-১২০০ টাকা।
আশা করছি খুব অল্পতেই উত্তর গুলি দিতে পেরেছি। আপনাদের উপকারে আসলেই ভালো লাগবে।