একটা সময়ে সবাইকে ফ্রিল্যান্সিং এর পিছনে ছুটতে দেখা গেলো,এরপরে এখানে শুরু হলো কিছু তাবিজ বেচাকেনা।এক পক্ষ ছুটে চলতে লাগলো- ডলার ইনকাম করার নেশায়, আর এক পক্ষ শেখাতে লাগলো কিভাবে ডলার কামানো যায় সেটা।
এই সেক্টর নিয়ে হাপিতোষ কাটাতে না কাটাতেই এলো, উদ্যোক্তা হবার ট্রেন্ড।এই সেক্টরেও আবার শুরু হলো, সয়াব্র হাপিয়ে বেড়ানো।উদ্দেশ্য একটাই, টাকা ইনকাম করতে হবে।
একটা শ্রেণী এইফাঁকে এসে হয়ে গেলো ট্রেইনার,এনারা ব্যাবসা করা শেখাতে শুরু করলেন।এখন তো দেখা যাচ্ছে যে, উদ্যোক্তার চেয়েও এই শিক্ষকের সংখ্যা বেশি।
এখন নতুন ট্রেন্ড হলো-ফেসবুক পেজ মনিটাইজেশন করে আমরা ডলার ইনকাম করবো,এক শ্রেনী আবার মনিটাইজেশন করতে হবে কিভাবে সেগুলির ট্রেইনার।
বাংলাদেশে আর কিছু না থাকলেও,শিক্ষকের অভাব হয়না কোন সেক্টরে। সেটা যত নতুন টপিকই হোক না কেন।
আমার কথা হলো- আপনারা কেন বোঝেন না যে, স্কিলড না হলে, আপনি ডলার কিংবা কোনটাই ইনকাম করতে পারবেন না।